পুরকুইল

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম

পুরকুইল বাংলাদেশের পূর্ব-মধ্যাঞ্চলের একটি গ্রাম। এটি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের অন্তর্ভুক্ত।[৩]

পুরকুইল
গ্রাম
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
পুরকুইল
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৬′৫১″ উত্তর ৯১°০৫′০০″ পূর্ব / ২৩.৭৮০৭৫৭° উত্তর ৯১.০৮৩৪৫১° পূর্ব / 23.780757; 91.083451
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম
জেলাব্রাহ্মণবাড়িয়া
উপজেলাকসবা
ইউনিয়ন২ নং মেহারী
ওয়ার্ড৮ নং
সরকার
 • ধরনস্থানীয় সরকার
 • শাসকইউনিয়ন পরিষদ
 • ইউপি চেয়ারম্যানমোশাররফ হোসেন মোর্শেদ[১]
 • ওয়ার্ড মেম্বারজুয়েল মিয়া[২]
জনসংখ্যা
 • মোট৬৫০
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০)
পোস্ট কোড৩৪৬০

জনউপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুরকুইল গ্রামের মোট জনসংখ্যা ৬৫০ জন।[৪] গ্রামের সকলেই ইসলাম ধর্মাবলম্বী।

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

পুরকুইল গ্রামের নিকট দিয়ে রাজার খাল নামে একটি খাল প্রবাহিত হয়। এছাড়া তিতাস নদীর একটি শাখা গ্রামের অনতিদূর দিয়ে প্রবাহিত।

সীমানা সম্পাদনা

এই গ্রামের পূর্ব দিকে মেহারী ইউনিয়ন ভুক্ত খেওড়া গ্রাম, পশ্চিমে ঈশান নগর গ্রাম, উত্তরে যমুনা গ্রাম এবং দক্ষিণ দিকে বাহার আটা ও চৌবেপুর গ্রাম অবস্থিত।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

 
পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদরাসা

গ্রামে পুরকুইল গাউছিয়া হাবিবিয়া দরবার শরিফের[৫] তত্ত্ববধানে পরিচালিত “পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদরাসা” নামক একটি ফাজিল মাদ্রাসা রয়েছে। এছাড়াও দুটি হাফিজিয়া মাদ্রাসা ও সংযুক্ত এতিমখানা[৬] রয়েছে।

পুরকুইল গ্রামে মুসলমান সম্প্রদায়ের জন্য তিনটি মসজিদ ও দুইটি ইদগাহ রয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে একটি কবরস্থানসহ[৭] মোট ৩টি কবরস্থান রয়েছে। এছাড়া গ্রামে একটি বাজারও রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নবীনগর-কসবায় ইউপি চেয়ারম্যান হলেন যারা | বাংলাদেশ"Somoy News। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩ 
  2. "মেহারী ইউনিয়ন: এক নজরে মেহারী ইউপি"জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  3. "মেহারী ইউনিয়ন: গ্রামসমূহের তালিকা"জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  4. "মেহারী ইউনিয়ন: গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  5. "খালেদা জিয়া 'ন্যায় বিচার' বানানটিই জানেন না: আইনমন্ত্রী"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  6. "মেহারী ইউনিয়ন: ধর্মীয় প্রতিষ্ঠান"www.mehariup.brahmanbaria.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  7. "মেহারী ইউনিয়ন: কবরস্থান"জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০