পুঞ্চ জেলা, পাকিস্তান

পুঞ্চ (উর্দু: ضلع پونچھ ‎‎) পাকিস্তানের আজাদ কাশ্মীরের ১০টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভারতের শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী পুঞ্চ জেলা অবস্থিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বৃহত্তর বিরোধের অংশ হিসেবে পরিচিত জেলাটি।

পুঞ্চ জেলা
জেলা
পুঞ্চ
আজাদ কাশ্মীরের পুঞ্চ জেলা মানচিত্রের হাইলাইটস করা হয়েছে
আজাদ কাশ্মীরের পুঞ্চ জেলা মানচিত্রের হাইলাইটস করা হয়েছে
স্থানাঙ্ক: ৩৩°৫১′১৪″ উত্তর ৭৩°৪৫′০৩″ পূর্ব / ৩৩.৮৫৪০° উত্তর ৭৩.৭৫০৭° পূর্ব / 33.8540; 73.7507
দেশ পাকিস্তান
এলাকা আজাদ কাশ্মীর
সদর দপ্তররাওয়ালকোট
আয়তন
 • মোট৮৫৫ বর্গকিমি (৩৩০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯৮)[২]
 • মোট৪,১১,০০০ (out of population ৩,৮০,০০০ were Sudhans)[১]
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

পুঞ্চ জেলার রাজধানী শহরের নাম হচ্ছে রাওয়ালকোট।

ইতিহাস সম্পাদনা

সতেরো শতকের শেষে ১৮৩৭ খ্রিষ্টাব্দের দিকে, হাভেলি তহসিলেরে লোরানের মুসলিম রাজাদের শাসনকালে পুঞ্চ গঠিত হয়েছিল। এরপর এলাকাটি রাজা ফয়েজতলাব পাঞ্জাব সরকার শাসন করেন। ১৮৪৮ সালে জম্মু ও কাশ্মীরের মহারাজা গুলব সিং পাহাড়ী অঞ্চলের হস্তান্তরের জন্য পুঞ্চকে অন্তর্ভুক্ত করেছিলেন। এই স্থানান্তরের পূর্বে পুঞ্চকে লাহোরের জেলা হিসেবে মনে করা হত।

প্রশাসন সম্পাদনা

জেলাটি প্রশাসনিকভাবে ৩টি তহসিলে বিভক্ত।

চিত্রমালা সম্পাদনা

 
বানোজো বিশ্রাম ঘর, রাওয়ালকোট
 
আব্বাসপুর, পুঞ্চ জেলার একটি ছোট্ট শহর
 
মেহেনদলা ও পুঞ্চের অন্যান্য এলাকায় সূর্যোদয়ের দৃশ্যে
 
পুঞ্চ জেলার লক মাদারপুর ও মেহেনদলার মধ্যে ধ্বংসপ্রাপ্ত সেতু

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Times And Trial of the Rawalpindi Conspiracy, 1951: The First Coup Attempt in Pakistan, Hassan Zaheer, [১]
  2. "Census 2017: AJK population rises to over 4m"The Nation। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা