পিতলগঞ্জ–কুর্মিটোলা এভিয়েশন ডিপো তেল পাইপলাইন

পিতলগঞ্জ-কুর্মিটোলা এভিয়েশন ডিপো তেল পাইপলাইন হচ্ছে বাংলাদেশের পিতলগঞ্জ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত তেল পরিবহনের লক্ষ্যে নির্মাণাধীন একটি পাইপলাইন[১][২][৩][৪][৫]। পাইপলাইনটির নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে।

পিতলগঞ্জ-কুর্মিটোলা এভিয়েশন ডিপো পাইপলাইন
অবস্থান
দেশ বাংলাদেশ
হইতেপিতলগঞ্জ (শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ সংলগ্ন
অতিক্রম করেনদী ও সমতলভূমি
পর্যন্তকুর্মিটোলা এভিয়েশন ডিপো (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর)
সাধারণ তথ্য
ধরনতেল পরিবহন
অবস্থানির্মাণাধীন
নিয়ন্ত্রণকারীবাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
নির্মাণ শুরু২০১৮
অনুমোদন২০২২
কারিগরী তথ্য
দৈর্ঘ্য১৬ কিলোমিটার (৯.৯ মাইল)

ইতিহাস সম্পাদনা

সহজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে বাস্তবায়ন হচ্ছে জেট-১ পাইপলাইন ফ্রম পিতলগঞ্জ টু কুর্মিটোলা এভিয়েশন প্রকল্পটি। পিতলগঞ্জ থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত স্থাপন হবে প্রায় ১৬ কিলোমিটার ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন। তবে এ কাজের মেয়াদ ছিল ২০১৭ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত। পরে এক বছর পাঁচ মাস বাড়িয়ে ২০২০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয় বাস্তবায়নকাল। ইপিসি ঠিকাদার হিসেবে বাংলাদেশ নৌবাহিনী এটি বাস্তবায়ন করছে[৬]। এতে ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি টাকা ৫০ লাখ টাকা। তবে জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, প্রকল্পটির কাজ অনেকদূর এগিয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও সময় লাগবে। অবশ্য কাজের গতি ত্বরান্বিত করতে বিভিন্ন সংস্থা নিয়মিত বৈঠক করছে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "POCL – Pitolganj to Kurmitola Aviation Depot Pipeline – Bangladesh"globaldata.com। ২০১৮-১০-০৫। ২০২১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  2. "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন"www.bpc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "আভ্যন্তরীন জ্বালানি তেলের পাইপ লাইনের কাজে অগ্রগতি নেই"আল ইহসান। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আলাদা পাইপলাইন কোম্পানি করছে বিপিসি"দৈনিক আজাদী। ২০২১-১১-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  5. "বিমানের তেল সরবরাহে হচ্ছে পাইপ লাইন!"www.uddoktarkhoje.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  6. "বিপিসি ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে পাইপলাইন নির্মাণ চুক্তি স্বাক্ষর"mpemr.gov.bd। ২০২১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  7. "জ্বালানি তেল সরবরাহ সময়ের প্যাঁচে পাইপলাইন"www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০