পিটার ল্যাশলি

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

প্যাট্রিক ডগলাস ল্যাশলি (ইংরেজি: Peter Lashley; জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৩৭) বার্বাডোসের ক্রাইস্ট চার্চ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০ থেকে ১৯৬৬ সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

পিটার ল্যাশলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপ্যাট্রিক ডগলাস ল্যাশলি
জন্ম১১ ফেব্রুয়ারি, ১৯৩৭
ক্রাইস্ট চার্চ, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১১২)
৯ ডিসেম্বর ১৯৬০ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৪ আগস্ট ১৯৬৬ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৭/৫৮ - ১৯৭৪/৭৫বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৮৫
রানের সংখ্যা ১৫৯ ৪৯৩২
ব্যাটিং গড় ২২.৭১ ৪১.৪৪
১০০/৫০ -/- ৮/৩২
সর্বোচ্চ রান ৪৯ ২০৪
বল করেছে ১৮ ২০৭৯
উইকেট ২৭
বোলিং গড় ১.০০ ৩৫.৪৮
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/১ ৩/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ৬৬/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন পিটার ল্যাশলি

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৭৪-৭৫ মৌসুম পর্যন্ত পিটার ল্যাশলি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। বার্বাডোসের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। তবে, মাইকেল ম্যানলি তার ‘এ হিস্ট্রি অব ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে’ তাকে নিশানা বরাবর বলকে মারার ব্যর্থতা কথা তুলে ধরেন।

খেলোয়াড়ী জীবনের শুরুতে মাঝারিসারিতে ব্যাটিংয়ে নামতেন। পরবর্তীতে ব্যাটিং উদ্বোধনে নামতেন তিনি। ১৯৫৮ থেকে ১৯৭৫ সময়কালে বার্বাডোসের পক্ষে ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন।[১] ১৯৬৬-৬৭ মৌসুমে গায়ানা দলের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২০৪ রান তুলেন।[২]

১৭ বছরের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে বার্বাডোসের পক্ষে ৪৮.৭০ গড়ে ৩৯৯৪ রান করেন। শেল শীল্ডে ছয়টি শতরান সহযোগে ৫৫.৮৩ গড়ে ২৭৩৬ রান তুলেন। এছাড়াও, কাছাকাছি এলাকায় ফিল্ডিং করে দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন পিটার ল্যাশলি। ৯ ডিসেম্বর, ১৯৬০ তারিখে ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এ মৌসুমের পূর্বে ব্রিটিশ গায়ানার বিপক্ষে মনোজ্ঞ শতরান করেছিলেন। ৪ আগস্ট, ১৯৬৬ তারিখে লিডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৬০-৬১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। এ সিরিজের প্রথম ও শেষ টেস্টে অংশ নিয়ে চার ইনিংসে তিনি ৭৮ রান তুলতে সক্ষম হন। এরপর, ১৯৬৬ সালে ইংল্যান্ড গমন করেন। তবে, টেস্ট দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি তিনি।[৩] ১৯৬৬ সালে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলেন। নটিংহাম টেস্টে তিনি ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে ৪৯ রান তুলেন। তবে, লিডসে ব্যর্থ হন ও বাদ পড়েন। এরপর আর তাকে টেস্ট দলে খেলতে দেখা যায়নি।

জিওফ্রে বয়কট তার সম্পর্কে মন্তব্য করেন যে, পিটার ল্যাশলি সবচেয়ে বাজে বোলার ছিলেন ও টেস্টে তার একমাত্র শিকারে পরিণত হয়েছিলেন তিনি। ১৯৬৬ সালে লিডসের হেডিংলি স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টে ল্যাশলি তাকে আউট করেছিলেন।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "First-Class Matches played by Peter Lashley"CricketArchive। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  2. "Guyana v Barbados 1966-67"CricketArchive। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  3. Williamson, Martin। "Peter Lashley"Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  4. Test Match Special, 7 July 2017
  5. "4th Test, West Indies tour of England at Leeds, Aug 4-8 1966"Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা