পাহাড়ি নীল চটক

পাখির প্রজাতি

পাহাড়ি নীল চটক (বৈজ্ঞানিক নাম:Cyornis banyumas) Muscicapidae পরিবারের সদস্য। বাংলাদেশ, ব্রুনাই, ইন্দোনেশিয়া, চীন, ভারত, নেপাল, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামমালয়েশিয়ায় দেখা যায়।

পাহাড়ি নীল চটক
female
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Muscicapidae
গণ: Cyornis
প্রজাতি: C. banyumas
দ্বিপদী নাম
Cyornis banyumas
(Horsfield, 1821)
Fraser's Hill, Malaysia, Sept 1997

পাহাড়ি নীল চটক আকারে প্রায় তিন সেন্টিমিটার বড়। এর ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লম্বায় ১৫ সেন্টিমিটারের মত। পুরুষ পাখির মাথা, পিঠ ও দেহের পার্শ্ব গাঢ় নীল। কান-ডাকনি কালো। স্ত্রীর দেহের ওপরটা বাদামি-ধূসর। পুরুষের লেজ নীল ও স্ত্রীরটি লালচে-বাদামি। উভয়েরই ঠোঁট কালো ও পা কমলাটে।[২]

পাহাড়ি নীল চটকের প্রধান খাদ্য পোকামাকড়।[২]

স্বভাব

সম্পাদনা

পাহাড়ি নীল চটক বড়পাতাওয়ালা বৃক্ষযুক্ত গহিন বনের বাসিন্দা। এরা সুন্দর গান গায়। একাকী বা জোড়ায় থাকে। পাতার ছায়ার বসে থাকতে পছন্দ করে।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. BirdLife International (২০১৩)। "Cyornis banyumas"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. পাহাড়ি নীল চটক, আ ন ম আমিনুর রহমান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৪, ২০১৩ খ্রিস্টাব্দ।