পাথরডুবি ইউনিয়ন
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন
পাথরডুবি ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
পাথরডুবি ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
পাথরডুবি ইউনিয়ন পরিষদ। | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | ভূরুঙ্গামারী উপজেলা |
আয়তন | |
• মোট | ২৫.৪৫ বর্গকিমি (৯.৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৮,২১২ (১,৯৯১) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৮.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনাপাথরডুবি মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় পাথরডুবি। কথিত আছে এ মৌজায় পাথর পাওয়া যেত। লোকজন বলতো এখানে মাটির নিচে পাথর ডুবে আছে। সেখান খেকে পাথরডুবি নাম হয়।
গ্রাম ও মৌজা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ৬টি মৌজার সংখ্যা: ৬টি
অন্যান্য তথ্য
সম্পাদনা- মসজিদ-৩৭টি
- বীমা-১। ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কো: লি: ২। পপুলা্র লাইফ ইন্সুরেন্স কো: লি: ৩।বায়রা লাইফ ইন্সুরেন্স কো: লি:
- পেশাজীবি সংগঠন-২টি ১। সততা ভূমি হীন সমিতি ও ২। থানাঘাট অটোরিক্সা সমিতি।[২]
শিক্ষা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ উপজেলা, ভুরুঙ্গামারী (৩১ জুলাই ২০২১)। "ভুরুঙ্গামারী উপজেলা"। ভুরুঙ্গামারী উপজেলা। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
- ↑ ইউনিয়ন, পাথরডুবি (৩১ জুলাই ২০২১)। "পাথরডুবি ইউনিয়ন"। পাথরডুবি ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।