পাঠারি রাজ্য

ব্রিটিশ ভারতে একটি দেশীয় রাজ্য

পাঠারি রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাল এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[] রাজ্যটির রাজধানী পাঠারি শহরটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে বিদিশা জেলায় অবস্থিত। এটি ৭৮ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো এবং ১৮৯২ খ্রিস্টাব্দে এর জনসংখ্যা ছিলো ৬,২৯৩ জন৷[]

পাঠারি রাজ্য
पठारी
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭৯৪–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত পাঠারি রাজ্যের মানচিত্র
রাজধানীপাঠারি
আয়তন 
• ১৮৯২
৭৮ বর্গকিলোমিটার (৩০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৮৯২
৬,২৯৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭৯৪
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশবিদিশা জেলা মধ্যপ্রদেশ, ভারত

ইতিহাস

সম্পাদনা

মোগল সেনাবাহিনীর আফগানি বরকজাই দলের এক পাঠান যোদ্ধা হায়দার মহম্মদ খান ১৭৯৪ খ্রিস্টাব্দে পাঠারি রাজ্য প্রতিষ্ঠা করেন৷[] প্রাথমিকভাবে এটি মোগল সাম্রাজ্যের একটি জায়গীর ছিলো৷

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই পাঠারি রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৫ই জুন ১৯৪৮ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।[]

শাসকবর্গ

সম্পাদনা

পাঠারি দেশীয় রাজ্যের শাসকগণ ধর্মীয়ভাবে মুসলিম ছিলেন এবং তার নবাব উপাধিতে ভূষিত হন৷ রাজ্যের শেষ নবাব মহম্মদ আবদার রহিম খান ভারতে যোগদানের সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷

  • ১৭৯৪ – ১৮৫৯ হায়দার মহম্মদ খান
  • ১৮৫৯ – ১৯১৩ আবদাল করিম খান
  • ১৮৫৯ – ১৮৭২ ....-রাজ প্রতিনিধি
  • ৩১ জুলাই ১৯১৩ – ১৫ আগস্ট ১৯৪৭ মহম্মদ আবদার রহিম খান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃষ্ঠা 22। আইএসবিএন 978-974-524-049-0 
  2. Imperial Gazetteer of India, v. 20, p. 29.
  3. Princely States of India K-W
  4. "Pathari Princely State"। ১৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫