পাগল মন মনরে মন কেনো এত কথা বলে

আবদুর রহমান বয়াতি রচিত ও সুরকৃত লোক গান

পাগল মন মনরে মন কেনো এত কথা বলে বাংলাদেশি গীতিকার ও ছড়াকার আহমেদ কায়সার রচিত একটি লোকগান। এটি সুর করেছেন আশরাফ উদাস। বিভিন্ন ধারার শিল্পীদের কণ্ঠে গানটির উল্লেখযোগ্য সংখ্যক সংস্করণ প্রচারিত হয়েছে। এই গান গেয়ে অনেক শিল্পী পরিচিতি লাভ করেন, যাদের মধ্যে দিলরুবা খান অন্যতম।[১]

"পাগল মন মনরে মন কেনো এত কথা বলে"
সঙ্গীত
ভাষাবাংলা
ধারালোক
গান লেখকআহমেদ কায়সার
সুরকারআশরাফ উদাস

বিতর্ক সম্পাদনা

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত পাসওয়ার্ড চলচ্চিত্রে এই গানের প্রথম দুই পঙ্‌ক্তি বিনা অনুমতিতে ব্যবহার করা হয়। ফলে গানটির মূল কণ্ঠশিল্পী দিলরুবা খান ২০২০ সালের ২৯ জুন শাকিব খান ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।[২][৩] পূর্বে ২৮ জুন একই অভিযোগে শাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে দিলরুবা ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিখিত অভিযোগ দায়ের করেন।[৪][৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এসেছে দিলরুবার নতুন 'পাগল মন'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। অক্টোবর ২৫, ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "দিলরুবা খানের জিডি, শাকিব খানের পাল্টা অভিযোগ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪ 
  3. "শাকিব বললেন 'আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে', প্রমাণ চাইছেন দিলরুবা"চ্যানেল আই অনলাইন। ২০২০-০৬-৩০। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪ 
  4. "শাকিব খানের কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি দিলরুবা খানের"প্রথম আলো। ২০২০-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪ 
  5. "শাকিব খানের বিরুদ্ধে ডিএমপি'র সাইবার ইউনিটে অভিযোগ"ঢাকা ট্রিবিউন। ২০২০-০৬-২৮। ২০২০-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪ 
  6. "১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি দিলরুবা খানের, যা বললেন শাকিব খান"দ্য ডেইলি স্টার। ২০২০-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪