পশ্চিমবঙ্গের উপনির্বাচন, ২০১৮
ভারতীয় জাতীয় কংগ্রেসের নোয়াপাড়া (বিধানসভা কেন্দ্র) এর বর্তমান সদস্য মধুসূদন ঘোষ এবং সর্বভারতীয় উলুবেড়িয়া (লোকসভা কেন্দ্র) সাংসদ সুলতান আহমেদ (রাজনীতিবিদ) এর মৃত্যুর পর ২৯ জানুয়ারী ২০১৮-এ পশ্চিমবঙ্গে দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তৃণমূল কংগ্রেস)।[১][২]
বিজয়ী
সম্পাদনাউভয় আসনই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছেন। নোয়াপাড়া (বিধানসভা কেন্দ্র) আসনটি জয়ী হয়েছেন সুনীল সিং[৩] যিনি অর্জুন সিং- এর শ্যালক, এবং উলুবেড়িয়া (লোকসভা কেন্দ্র) আসনটি সাজদা আহমেদ জিতেছেন, যিনি সুলতান আহমেদ (রাজনীতিবিদ) এর বিধবা স্ত্রী।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "West Bengal by-polls 2018: Trinamool Congress wins Noapara Assembly, Uluberia Lok Sabha seats"। Mumbai Mirror।
- ↑ WB By-poll: 76% votes cast in Uluberia, 75% in Noapara India Today, 29 January 2018
- ↑ "WB by-poll: TMC wins Noapara seat"। www.aninews.in।
- ↑ TMC wins big in both Bengal bypolls, BJP makes impressive gains Hindustan Times, 1 February 2018