পর্তুগিজ ভারত

ভারতবর্ষে পর্তুগিজ উপনিবেশিকতার দরুন দখলকৃত স্থানসমূহ নিয়ে গড়ে উঠা এলাকা
(পর্তুগীজ ভারত থেকে পুনর্নির্দেশিত)

পর্তুগীজ ভারত হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজ উপনিবেশিকতার দরুন দখলকৃত স্থানসমূহ নিয়ে গড়ে উঠা এলাকা। ইংরেজিতে পর্তুগীজ শাসসনাধীন এই এলাকার নাম হচ্ছে পর্তুগীজ ভাইসরয়াল্টি অব ইন্ডিয়া, পর্তুগীজ ভাষাতে এই এলাকার নাম হচ্ছে ভাইস-রেইনো দ্য ইন্ডিয়া পর্তুগীজ পরবর্তীতে এই এলাকার নাম সরাসরি পর্তুগীজ ষ্টেট অব ইন্ডিয়া বা Estado Portuguesa da Índia নামকরণ করা হয়

ভাইসরয়াল্টি অব ইন্ডিয়া

ভাইস-রেইনো দ্য ইন্ডিয়া
১৫০৫–১৯৬১
পর্তুগিজ ভারতের জাতীয় পতাকা
পতাকা
পর্তুগিজ ভারতের জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
ভারতবর্ষে পর্তুগীজ অবস্থান
ভারতবর্ষে পর্তুগীজ অবস্থান
অবস্থাউপনিবেশ; ভাইসরয়ালটি; বৈদেশিক প্রদেশ
রাজধানীনোভা গোয়া(১৫৩০ সাল থেকে কোচি)
প্রচলিত ভাষাপর্তুগিজ এছাড়াও কথ্য ভাষা; কোঙ্কণী, গুজরাটি, মারাঠি, মালয়ালম, অন্যান্য
রাষ্ট্রপ্রধান 
• রাজা
   ১৫১১–২১
পতুর্গালের ম্যানুয়েল I
• রাষ্ট্রপতি
   ১৯৫৮–৬১
আমেরিকো টোমাস
ভাইসরয় 
• ১৫০৫–০৯ (প্রথম)
ফ্রান্সিসকো দে আলমেইদা
• ১৮২৭–৩৫ (শেষ)
ম্যানুয়েল দে পতুর্গাল এ কাস্ত্রো
গভর্নর-জেনারেল 
• ১৫০৯–১৫ (প্রথম)
আফোন্সো দে আলবুক্যুরকুয়ে
• ১৯৫৮–৬২ (শেষ)
ম্যানুয়েল আঁতনিউ ভাসসালো এ সিলভা
ঐতিহাসিক যুগসাম্রাজ্যবাদ
১৫ই আগস্ট ১৫০৫
১৪ই জানুয়ারি ১৯৬১
মুদ্রাভারতীয় রুপি (আইএনপিআর)
ভারতীয় এসকুডো (আইএনপিএএস)
পূর্বসূরী
উত্তরসূরী
বাহমানী সুলতানাত
ভারত

১৪৯৮ সালে ভারতবর্ষে পর্তুগিজরা আসে। ২০শে মে, ১৪৯৮ সালে পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামার নেতৃত্বে পর্তুগিজ জাহাজ বহর কালিকটের (বর্তমান কোজিকোড়ে) কাপ্পাড় এলাকাতে অবতরন করে। ১৫০৫ সালে পর্তুগিজ ভারতের সরকার গঠিত হয়। পর্তুগিজ শাসকদের ভাইসরয় উপাধিতে ডাকা হত। ভারতবর্ষে নিযুক্ত প্রথম ভাইসরয়ের নাম ফ্রান্সিসকো দ্য আলমেইদা। ভারতবর্ষে পর্তুগীজ শাসনের কেন্দ্র বিন্দু ছিল কোচি। ১৭৫২ সাল পর্যন্ত ভারত মহাসাগরের সকল পর্তুগীজ অভিযান এই কোচি থেকেই পরিচালিত হত।

১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত বর্ষ ছেড়ে গেলে পর্তুগিজরা রয়ে যায়। পর্তুগিজ ছিটমহল হিসেবে গোয়াসহ কিছু এলাকা ভারত ভূখন্ডে রয়ে যায়। ১৯৫৪ সালে ভারত গোয়া সহ আরও কয়েকটি জায়গা পুনরুদ্ধার করে নেয়। ডিসেম্বর ১৯৬১ সালের মধ্যে সকল পর্তুগিজ এলাকা ভারত শাসনে চলে যায়। ১৯৭৫ সালে পর্তুগিজ সরকার ভারতবর্ষ থেকে তাদের দাবি অধিকার সম্পূর্ণরুপে সরিয়ে নেয়।

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা