পর্তুগিজ ফুটবল ফেডারেশন

পর্তুগিজ ফুটবল এর প্রশাসনিক সংস্থা

পর্তুগিজ ফুটবল ফেডারেশন ([fɨdɨɾɐsˈɐ̃w poɾtuɡwˈezɐ futɨbˈɔɫ]; পর্তুগিজ: Federação Portuguesa de Futebol, ইংরেজি: Portuguese Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে পর্তুগালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৪ সালের ৩১শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত৩১ মার্চ ১৯১৪; ১১০ বছর আগে (1914-03-31) (পর্তুগিজ ফুটবল ইউনিয়ন হিসেবে)[][]
সদর দপ্তরলিসবন, পর্তুগাল
ফিফা অধিভুক্তি১৯২৩[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিপর্তুগাল ফের্নান্দো গোমেস
সহ-সভাপতিপর্তুগাল এরমিনিও লোরেইরো
ওয়েবসাইটwww.fpf.pt

এই সংস্থাটি পর্তুগালের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফের্নান্দো গোমেস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিয়াগো ক্রাভেইরো।

সভাপতির তালিকা

সম্পাদনা

নিম্নে ১৯২২ সাল থেকে আজ পর্যন্ত পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (পূর্বে পর্তুগিজ ফুটবল ইউনিয়ন) সকল সভাপতির একটি তালিকা দেওয়া হয়েছে।[]

নং সভাপতি অধিকার
পর্তুগিজ ফুটবল ইউনিয়ন
লুইস পিক্সোতো গিমারায়েস ১৯২২–১৯২৫
ফ্রাঙ্কলিন নুনেস ১৯২৫–১৯২৭
পর্তুগিজ ফুটবল ফেডারেশন
হুয়াও লুইস দে মৌরা ১৯২৭–১৯২৮
লুইস প্লাসিদো দে সুসা ১৯২৯
সালাজার কারেইরা ১৯৩০–১৯৩১
আবিলিও লাগোয়াস ১৯৩১–১৯৩২
রাউল ভিয়েরা ১৯৩৪
ক্রুজ ফিলিপে ১৯৩৪–১৯৪২
পিরেস দে লিমা ১৯৪৩–১৯৪৪
১০ বেনতো কোলহো দা রোকা ১৯৪৪–১৯৪৬
১১ আন্দ্রে নাভারো ১৯৪৬–১৯৫১
১২ মাইয়া লোরেইরো ১৯৫১–১৯৫৪
১৩ আঙ্গেলো ফেরারি ১৯৫৪–১৯৫৭
১৪ মাইয়া লোরেইরো ১৯৫৭–১৯৬০
১৫ ফ্রাঞ্চিস্কো মেগা
পাওলো সারমেন্তো
১৯৬০–১৯৬৩
১৬ জাস্তিনো পিনেইরো মাচাদো ১৯৬৩–১৯৬৭
১৭ কাজাল রিবেইরো ১৯৬৭–১৯৬৯
১৮ মাতোস কোরেইয়া ১৯৭০–১৯৭১
১৯ মার্তিন্স কানাভার্দে ১৯৭২–১৯৭৪
২০ হোর্হে ফাগুন্দেস ১৯৭৪–১৯৭৬
২১ আন্তোনিও রিবেইরো মাগালহায়েস ১৯৭৬
২২ আন্তোনিও মার্কেস ১৯৭৬–১৯৭৯
২৩ মোরায়েস লেইতাও ১৯৭৯–১৯৮০
২৪ আন্তোনিও রিবেইরো মাগালহায়েস ১৯৮০–১৯৮১
২৫ রোমাও মার্তিন্স ১৯৮১–১৯৮৩
২৬ সিলভা রেসেন্দে ১৯৮৩–১৯৮৯
২৭ হোয়াও রদ্রিগেস ১৯৮৯–১৯৯২
২৮ এ. লোপেস দা সিলভা ১৯৯২–১৯৯৩
২৯ ভিতোর ভাসকেস ১৯৯৩–১৯৯৬
৩০ গিলবার্তো মাদাইল ১৯৯৬–২০১১
৩১ ফের্নান্দো গোমেস ২০১১–বর্তমান

কর্মকর্তা

সম্পাদনা
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি ফের্নান্দো গোমেস
সহ-সভাপতি এরমিনিও লোরেইরো
সাধারণ সম্পাদক তিয়াগো ক্রাভেইরো
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আন্তোনিও মাগালায়েস
প্রযুক্তিগত পরিচালক জোসে কোসেইরো
ফুটসাল সমন্বয়কারী পেদ্রো দিয়াস
জাতীয় দলের কোচ (পুরুষ) ফের্নান্দো সান্তোস
জাতীয় দলের কোচ (নারী) ফ্রান্সিস্কো নেতো
রেফারি সমন্বয়কারী জোসে ফোন্তেলাস গোমেস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "History"FPF। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৬ 
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা