পরশুরাম থানা, রংপুর

রংপুর জেলার একটি মেট্রোপলিটন থানা

পরশুরাম বাংলাদেশের রংপুর জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন।

পরশুরাম
মেট্রোপলিটন থানা
পরশুরাম থানা
পরশুরাম বাংলাদেশ-এ অবস্থিত
পরশুরাম
পরশুরাম
বাংলাদেশে পরশুরাম থানা, রংপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৪৭′০২″ উত্তর ৮৯°১৩′৫৯″ পূর্ব / ২৫.৭৮৩৮৮১° উত্তর ৮৯.২৩৩১৭৩° পূর্ব / 25.783881; 89.233173
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
শহররংপুর সিটি কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল২৮ জুন, ২০১২
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৪০০

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

২০১২ খ্রিস্টাব্দের ২৮ জুন রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে পরশুরাম থানাসহ মোট ৬টি মেট্রোপলিটন থানার অধীনে সম্পূর্ণ সিটি কর্পোরেশনকে ৩৩টি ওয়ার্ডে বিভক্ত করা হয়।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রংপুর সিটি কর্পোরেশনের উত্তর-মধ্যভাগে পরশুরাম থানার অবস্থান। এর পশ্চিমে হাজিরহাট থানা, দক্ষিণে কোতোয়ালী থানা, পূর্বে হারাগাছ থানা এবং উত্তরে গংগাচড়া উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

বর্তমানে পরশুরাম থানার আওতাধীন রংপুর সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রংপুর সিটি কর্পোরেশন"rpcc.portal.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা