পবিত্র মার্ঘেরিটা

ভারতীয় রাজনীতিবিদ

পবিত্রা মার্ঘেরিটা একজন ভারতীয় রাজনীতিবিদ। মার্ঘেরিটা একজন সংসদ সদস্য (মার্চ ২০২২ সাল থেকে), ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আসামের প্রতিনিধিত্ব করছেন।[১][২] তিনি ২০১৪ সালে রাজনীতিতে যোগ দেন এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য হন। তিনি ২০১৪ সাল থেকে আসাম বিজেপির [৩] একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়া সেল, আসাম বিজেপি এবং কামরুপ (উত্তর) জেলা বিজেপির জেলা প্রভারির দায়িত্ব পালন করেছেন। তিনি জ্যোতি চিত্রবনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, [৪] গভ. ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত আসামের। তিনি ছাত্র ও যুব কল্যাণ, গভর্নমেন্টের রাজ্য স্তরের উপদেষ্টা কমিটির সদস্য [৫] হিসেবেও কাজ করেছেন। আসামের [৬] নভেম্বর ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত। এর পাশাপাশি তিনি একজন অভিনেতা ছিলেন। "মন জয়" তার সর্বকালের সবচেয়ে বড় হিট ছবি।

পবিত্র মার্ঘেরিটা
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩১ মার্চ ২০২২
পূর্বসূরীরানী নারাহ, কংগ্রেস
সংসদীয় এলাকাআসাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৩ অক্টোবর ১৯৭৪
মার্ঘেরিটা, আসাম
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীGayatri Mahanta
সন্তান3
বাসস্থানGuwahati
প্রাক্তন শিক্ষার্থীমার্ঘেরিটা কলেজ
Assam Textile Institute

বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্য। [৭] পাশাপাশি তিনি দায়িত্ব পালন করছেন আসামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব ড .

তিনি 1998 থেকে 2002 সাল পর্যন্ত মাসিক মায়া- এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ছিলেন। তিনি 2002 থেকে 2005 সাল পর্যন্ত আরেকটি অসমিয়া সাংস্কৃতিক মাসিক SaReGaMa- এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক হিসেবেও কাজ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]</link>[ তথ্যসূত্র প্রয়োজন ]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BJP names Pabitra Margherita for one Rajya Sabha seat in Assam"NORTHEAST NOW (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২ 
  2. "Team BJP wins both Rajya Sabha seats in Assam as Opposition unity crumbles"Hindustan Times। ১ এপ্রিল ২০২২। 
  3. "Assam BJP Announces Names Of Office Bearers"Pratidin Time। ১৮ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১ 
  4. "Key Officials | Jyoti Chitraban (Film Studio) Society | Government Of Assam, India"jyotichitraban.assam.gov.in 
  5. "Assam approves appointment of chairmen & vice-chairmen for various public sector units; new list issued"Time8। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১ 
  6. "State Level Advisory Committee for Students & Youth Welfare, Assam (SLAC)" 
  7. "Compositions of Committees | Ministry OF Parliamentary Affairs, Government of India"mpa.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১