পথিক পরান বইটি বাংলাদেশি কবি মোহাম্মদ রফিকের আত্মজীবনী। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় নাগরী থেকে। বইটর প্রচ্ছদ অঙ্কন করা হয়েছে এস এম সুলতানের ছবি অবলম্বনে। মোট পাঁচ খণ্ডের গ্রন্থটির এখন পর্যন্ত চার খণ্ড প্রকাশিত হয়েছে। উন্নত মানের সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে গ্রন্থটি ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পুরস্কারে ভূষিত হয়। [১] [২]

পথিক পরান
লেখকমোহাম্মদ রফিক
প্রচ্ছদ শিল্পীসুফি সুফিয়ান
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনআত্মজীবনী
প্রকাশকনাগরী
প্রকাশনার তারিখ
২০২০
পৃষ্ঠাসংখ্যা১৪২
আইএসবিএন৯৭৮-৯৮৪-৯৪৮৭২-৯-৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক"। দেশ রূপান্তর। ২৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 
  2. "সম্মাননার আলোকিত মঞ্চে ছয় কীর্তিমান"। দৈনিক সমকাল। ২১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪