ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত কোম্পানিটি বাংলাদেশ সরকার এবং জনগণের যৌথ মালিকানায় দেশের চা শিল্পে সর্ববৃহৎ পাবলিক লিমিটেড কোম্পানি[১]

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড
ন্যাটকো
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত১৯৭৮; ৪৬ বছর আগে (1978)
ধরনসরকারি
সদরদপ্তর৩৪, তোপখানা রোড, ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
শেখ কবির হোসেন
প্রধান প্রতিষ্ঠান
বাণিজ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)
ওয়েবসাইটntclbd.org

ইতিহাস সম্পাদনা

১৯৭৮ সালে কোম্পানি আইন, ১৯১৩ এর অধীনে গঠিত হয় ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড[২] এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। সংস্থাটির ৫১ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার, বাকি ৪৯ শতাংশ শেয়ারের মালিক জনগণ। শুরুতে সংস্থাটি পাত্রখোলা চা বাগান, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান, মদনমোহনপুর চা বাগান, মাধবপুর চা বাগান, জগদীশপুর চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, চন্ডিছড়া চা বাগান, লাক্কাতুরা চা বাগান নিয়ে যাত্রা শুরু করে।[১] পরবর্তীতে বাংলাদেশ চা বোর্ডের অধীনে চা বাগানগুলো সরকারিকরণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৮২ সালের সেপ্টেম্বরে পারকুল চা বাগান, প্রেমনগর চা বাগান এবং বিজয়া চা বাগান অধিগ্রহণ করে।[১] সংস্থাটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৮ সালে।[৩][৪][১]

পরিচালনা সম্পাদনা

প্রতিষ্ঠানটি ১২ সদস্যের একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়।[৫]

চেয়ারম্যানদের তালিকা সম্পাদনা

নম্বর নাম হতে পর্যন্ত তথ্যসূত্র
আফজ উদ্দিন ফকির ২১ ডিসেম্বর, ১৯৭৯ ২৯ ডিসেম্বর, ১৯৮০ [৬]
নাজমুল হাসান জাহেদ ২৫ ফেব্রুয়ারি, ১৯৮১ ২৬ ডিসেম্বর, ১৯৮১ [৬]
মোহাম্মদ হোসেন ২৫ ফেব্রুয়ারি, ১৯৮২ ২৬ ডিসেম্বর, ১৯৮২ [৬]
এ. এম. সানাউল হক ১৬ জানুয়ারি, ১৯৮৩ ১৮ ডিসেম্বর, ১৯৮৫ [৬]
জাকারিয়া খান চৌধুরী ১৩ জানুয়ারি, ১৯৮৬ ১৮ আগস্ট, ১৯৮৮ [৬]
এস. এম. উদ্দিন ৮ সেপ্টেম্বর, ১৯৮৮ ৩১ মে, ১৯৯০ [৬]
মোহাম্মদ আলী ৪ জুন, ১৯৯০ ৩০ এপ্রিল, ১৯৯৫ [৬]
মোহা: এ. হারিস চৌধুরী ২ মে, ১৯৯৫ ৩ মে, ১৯৯৭ [৬]
এম. এ. শহীদ ৪ মে, ১৯৯৭ ২১ এপ্রিল, ১৯৯৯ [৬]
১০ এনামুল হক মোস্তফা শহীদ ৬ মে, ১৯৯৯ ৫ ফেব্রুয়ারি, ২০০২ [৬]
১১ মোহা: এ. হারিস চৌধুরী ৬ ফেব্রুয়ারি, ২০০২ ২ মে, ২০০৭ [৬]
১২ সিরাজুল ইসলাম ৩ মে, ২০০৭ ২৪ জুন, ২০০৯ [৬]
১৩ এম. এ. শহীদ ২৫ জুন, ২০০৯ ২৪ মে, ২০১৩ [৬]
১৪ এ. টি. এম. মুর্তজা রেজা চৌধুরী ২৫ মে, ২০১৩ ১০ নভেম্বর, ২০১৪ [৬]
১৫ এ. কে. আব্দুল মুবিন ১১ নভেম্বর, ২০১৪ ২১ ডিসেম্বর, ২০১৬ [৬]
১৬ মুন্সী শফিউল হক ১৪ জুন, ২০১৭ ১৭ মার্চ, ২১০৯ [৬]
১৭ শেখ কবির হোসেন ২৩ জুন, ২০১৯ বর্তমান [৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড"ntclbd.org। ২০২২-১১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "NATIONAL TEA COMPANY LIMITED (BANGLADESH)"emis.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "দুর্নীতিতে ডুবতে বসেছে ন্যাশনাল টি"newsbangla24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "মুনাফায় ফিরেছে ন্যাশনাল টি"tbsnews.net। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "পরিচালনা পর্ষদ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড"ntclbd.org। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "চেয়ারম্যানের তালিকা, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড"ntclbd.org। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা