নোয়াখালী কমিউটার
নোয়াখালী কমিউটার (ট্রেন নাম্বার-৮৫/৮৬/৮৭/৮৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন।[১][২] ট্রেনটি নোয়াখালী থেকে লাকসাম সারাদিনে চারবার চলাচল করে। বর্তমানে চলাচল নোয়াখালী কমিউটার চলাচল বন্ধ রয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
স্থান | বাংলাদেশ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | নোয়াখালী রেলওয়ে স্টেশন |
শেষ | লাকসাম জংশন রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ২ ঘণ্টা |
পরিষেবার হার | ৬দিন (শুক্রবার বন্ধ) |
রেল নং | ৮৫/৮৬/৮৭/৮৮ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
যাত্রাপথ ও রেলপথ
সম্পাদনানোয়াখালী কমিউটার, নোয়াখালী> মাইজদী> চৌমুহনী> সোনাইমুড়ি> খিলা> লাকসাম মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয় না
স্টেশন তালিকা
সম্পাদনানোয়াখালী কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে উল্লেখ করা হলো:
- নোয়াখালী রেলওয়ে স্টেশন
- মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন
- [চাটখিল রেলওয়ে স্টেশন ]
- হরিনারায়ণপুর রেলওয়ে স্টেশন
- চৌমুহনী রেলওয়ে স্টেশন
- মাইজদী বাজার স্টেশন
- দানামিয়া রেলস্টেশন
- বজরা রেলওয়ে স্টেশন
- সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন
- সোনা রেলওয়ে স্টেশন
- হেডুয়া রেলওয়ে স্টেশন
- খালা রেলওয়ে স্টেশন
- দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদি জংশন রেলওয়ে স্টেশন।
সময়সূচি
সম্পাদনানোয়াখালী কমিউটার ট্রেনের সময়সূচি[৩] নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- ৮৫ নং নোয়াখালী কমিউটার = নোয়াখালী থেকে ছাড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে, লাকসাম পৌঁছায় সকাল ১১টা ৩০ মিনিটে।
- ৮৬ নং নোয়াখালী কমিউটার = লাকসাম থেকে ছাড়ে সকাল ৭টা ৪০ মিনিটে, নোয়াখালী পৌঁছায় সকাল ৯টা ৩৫ মিনিটে।
- ৮৭ নং নোয়াখালী কমিউটার = নোয়াখালী থেকে ছাড়ে বিকাল ৫টা ১৫ মিনিটে, লাকসাম পৌঁছায় রাত ৭টা ১০ মিনিটে।
- ৮৮ নং নোয়াখালী কমিউটার = লাকসাম ছাড়ে বিকাল ৩টা ২০ মিনিটে, নোয়াখালী পৌঁছায় বিকাল ৫টায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রেলে ভ্রাম্যমাণ আদালত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩।
- ↑ "ডেমু ট্রেনকে না বললেন প্রধানমন্ত্রী"। সমকাল। ২০২১-০৪-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩।
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-০৮)। "নোয়াখালী ট্রেনের সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩।