মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন

মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[][][]

মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থাননোয়াখালী সদর উপজেলা নোয়াখালী জেলা, চট্টগ্রাম বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯০৩
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯০৩ সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসেবে মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়।[]

পরিষেবা

সম্পাদনা

মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৮ 
  2. "মাইজদী স্টেশনে রেলওয়ের ২০টি গাছ কেটে সাবাড়"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৮ 
  3. "নোয়াখালীতে রেলের সাত স্টেশনের জমি বেদখল"সমকাল। ২০২০-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৮ 
  4. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭