নেহা মহাজন

ভারতীয় অভিনেত্রী

নেহা মহাজন হলেন একটি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, এবং মারাঠি সিনেমা, মারাঠি থিয়েটার, মালায়ালাম সিনেমা এবং হিন্দি সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন মডেল। [১][২] মহাজন তার প্রথম বলিউড সিনেমা করেন ২০১২ সালে। দীপা মেহতা পরিচালিত ও সালমান রুশদির রচনায় মিডনাইটস চিলড্রেন দিয়েই তিনি অভিনয় যাত্রা শুরু করেন।

নেহা মহাজন
জন্ম (1990-08-18) ১৮ আগস্ট ১৯৯০ (বয়স ৩৩)
মহারাষ্ট্র রাজ্যের পুনে তালেগাঁও দাভাদে
পেশাঅভিনেত্রী, সেতার বাদক
কর্মজীবন২০০৪–বর্তমান
পিতা-মাতাবিদুর মহাজন

২০১৩ সালে, নেহা মহাজন মাধব ওয়াজের প্রযোজনায় মারাঠিতে হ্যামলেট নাটকমঞ্চে ওফেলিয়ার অভিনয় করেছিলেন। [৩] তারপরে তিনি হাজবা (২০১৩) এবং বারাণসীর ভোজ (২০১৪) এ অভিনয় করেছিলেন। [৪] ২০১৫ সালে তিনি তার অভিনীত মালয়ালম চলচ্চিত্রর মধ্যে বিশ্ব, পেইন্ট হাউস, শান্থশ বাবুসেনান এবং শাথেশ বাবুসেনান উল্লেখযোগ্য। [৫] সম্প্রতি নেহা দীপা মেহতা পরিচালিত ২০১৯ সালের নেটফ্লিক্স সিরিজের লায়লাতে উপস্থিত হয়েছিল। রোহিত শেঠির মেগাহিত সিম্বায় তাকেও দেখা গিয়েছিল। [৬]

প্রাথমিক জীবন সম্পাদনা

মহাজন সেতার শিল্পী পণ্ডিত বিদুর মহাজনের কন্যা। তিনি তার বাবার একক পরিবেশনের সময় সেতার অনুষ্ঠানে যেতেন। তিনি মহারাষ্ট্র রাজ্যের পুনে তালেগাঁও দাভাদে জন্মগ্রহণ করেেন। [৭] নেহা মহাজন টেক্সাসের ট্রিম্বল টেক হাই স্কুলে পড়াশোনা করেছিলেন এবং পরে তিনি পুনে বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি থিয়েটার এবং সিনেমায় জড়িত ছিলেন এবং মারাঠি, ইংরেজি, হিন্দি, মালায়ালাম এবং ওড়িয়া ভাষায় কাজ করেছেন। [তথ্যসূত্র প্রয়োজন] [ উদ্ধৃতি প্রয়োজন ]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর শিরোনাম ভাষা ভূমিকা মন্তব্য
২০১২ মিড নাইট চিলড্রেন ইংরেজি তরুণ নাসিম
২০১৪ আজব মারাঠি
২০১৪ ফিস্ট অব বেনারসি হিন্দি মায়া
২০১৫ কফি অনি বড়চ কহি মারাঠি আভা
২০১৫ নীলকান্ত মাস্টার মারাঠি ইয়াসোদা
২০১৫ পেইন্টড হাউস মালায়ালম ভিসা
২০১৬ ফ্রেন্ডস মারাঠি
২০১৬ ইয়ুথ মারাঠি যুথিকা
২০১৬ ওয়ান ওয়ে টিকিট মারাঠি উর্বশী
২০১৭ TTMM মারাঠি রাজস্রী
২০১৮ গাঁও হিন্দি সাঙ্গো
২০১৮ সিম্বা হিন্দি কাব্য
২০১৯ লেইলা হিন্দি পূজা নেটফ্লিক্স সিরিজ
২০২০ এক্সট্র্যাকশন ইংরেজি নেইসা নেটফ্লিক্স পরিচালিত

তথ্যসূত্র সম্পাদনা

  1. Praveen, S.R. (৩১ আগস্ট ২০১৫)। "Directors out against CBFC directives"The Hindu। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  2. Ghosalkar, Ashwini (২৭ সেপ্টেম্বর ২০১৮)। "4th Jio Filmfare Awards Marathi 2018: Neha Mahajan has two Bollywood projects in her kitty!"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৪ 
  3. Shetty, Akshata (২৮ ফেব্রুয়ারি ২০১৩)। "Theatre director Madhav Vaze directs Shakespeare's Hamlet in Marathi"Times of India। ২০১৫-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-০৫ 
  4. "Supreme Motion Pictures launched at a star-studded event"Times of India। ২৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-০৫ 
  5. Kannan, Arathi (৭ ডিসেম্বর ২০১৫)। "'Chaayam Poosiya Veedu': Angels and demons..."Manorama Online...। ১৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৪ 
  6. Suthar, Author: Manisha (১৩ মে ২০১৯)। "Neha Mahajan and Seema Biswas in Netflix series Leila"IWMBuzz 
  7. "Talegaon girl Neha mahajan makes her Bollywood debut"Sakaal Times। ৪ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-০৫ 

বহিঃসংযোগ সম্পাদনা