নেসক্যাফে

কফি ব্রান্ড

নেসক্যাফে বহুজাতিক প্রতিষ্ঠান নেসলের একটি কফি ব্র্যান্ড। নেসলে ও ক্যাফে শব্দ থেকে নেসক্যাফে শব্দটি এসেছে। ১৯৩৮ সালের ১ এপ্রিল সুইজারল্যান্ডে প্রথম নেসক্যাফে ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে।

নেসক্যাফে
Nescafé Logo
২০১৪ সাল থেকে লোগো[১][২]
পণ্যের ধরনকফি
মালিকনেসলে
দেশসুইজারল্যান্ড
প্রবর্তনএপ্রিল ১, ১৯৩৮; ৮৬ বছর আগে (April 1, 1938)
বাজারবিশ্বব্যাপী
ট্যাগলাইনইট অল স্টার্টস উইথ আ নেসক্যাফে
ওয়েবসাইটOfficial website

ইতিহাস সম্পাদনা

 
১৯৮৪-১৯৯৮ সালে নেসক্যাফে ব্যবহৃত লোগো

১৯৩০ সালে নেসলে প্রথম একটি কফি ব্র্যান্ড তৈরির চেষ্টা করে। ব্রাজিল সরকারের সঙ্গে যৌথভাবে ব্রাজিলের কফি চাষের সহায়ক হিসেবে কাজ শুরু করে নেসলে। সেই প্রোজেক্টের প্রধান ছিলেন ম্যাক মর্গেনথেলার।১৯৩৮ সালের ১ এপ্রিল নেসক্যাফে যাত্রা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেসক্যাফে পাউডার কফি হিসেবে পান করা হতো।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nescafe logo and symbol, meaning, history, PNG"। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Nescafe Logo The most famous brands and company logos in the world"। ২৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  3. Smith, Andrew (২০১৩-০১-৩১)। The Oxford Encyclopedia of Food and Drink in America (ইংরেজি ভাষায়)। OUP USA। আইএসবিএন 9780199734962