নুনগোলা ইউনিয়ন
নুনগোলা ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।[২]
নুনগোলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৯ নং নুনগোলা ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | বগুড়া সদর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | বদরুল আলম |
আয়তন | |
• মোট | ১৫.৪১ বর্গকিমি (৫.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৯৩৪জন[১] |
সাক্ষরতার হার২০০১ | |
• মোট | ৭৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
সম্পাদনানুনগোলা ইউনিয়ন বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী গ্রামে অবস্থিত।[৩]
যোগাযোগ
সম্পাদনাবগুড়া সদর উপজেলা থেকে রিকশা, সিএনজি ও বাসযোগে এই ইউনিয়নে আসা যায়।
আয়তন
সম্পাদনাএই ইউনিয়নের মোট আয়তন ১৫.৪১ বর্গকিলোমিটার।[১]
ইতিহাস
সম্পাদনাএই ইউনিয়নটি ঐতিহ্যবাহী নুনগোলা গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে । বর্তমানে ইউনিয়নটি পূর্নগঠনের কারণে নুনগোলা গ্রামটি নিশিন্দারা ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। অত্র ইউনিয়নে বিখ্যাত ঘোড়াধাপ হাট অবস্থিত।[৩]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৯৩৪ জন।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনানুনগোলা ইউনিয়ন ৮টি গ্রাম ও ৮টি মৌজার সমন্বয়ে গঠিত। গ্রামসমূহ হলোঃ[১]
- রজাকপুর
- অন্তাহার
- তেলধাপ
- দারিয়াল
- শশীবদনী
- হাজরাদিঘী
- কুকরুল
- আশোকোলা
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের সাক্ষরতার হার ৭৯%।[১]। নুনগোলা ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় এবং ৫টি মাদ্রাসা রয়েছে।
হাট-বাজার
সম্পাদনাএই ইউনিয়নে ২টি হাটবাজার রয়েছে।
জনপ্রতিনিধি
সম্পাদনাইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব বদরুল আলম।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনানুনগোলা ইউনিয়নে মোট ৫২টি মসজিদ রয়েছে।[১]
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "নুনগোলা ইউনিয়ন"। noongolaup.bogra.gov.bd। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ "ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।