নীলগিরি লেঙ্গুর

স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি

নীলগিরি লেঙ্গুর (ট্র্যাকিপিথেকাস জনি) দক্ষিণ ভারতের পশ্চিমঘাটের নীলগিরি পর্বতে প্রাপ্ত লুটাং নামে প্রাচীন এক বাঁদর প্রজাতি। কর্ণাটক রাজ্যের কোডাগু, তামিলনাড়ুর পালানি পর্বতকেরল রাজ্যের কোনো কোনো অঞ্চলেও এই বাঁদর দেখা যায়। এই বৃক্ষচর স্তন্যপায়ীদের দেহে চকচকে কালো লোম ও মাথায় সোনালি-বাদামি লোম দেখা যায়। দেহ ও লেজের আকারে এগুলি ধূসর লেঙ্গুরের সমান। স্ত্রীদের জানুর ভিতরের দিকের লোমে সাদা লোমের দাগ দেখা যায়। এরা দল বেঁধে বাস করে, প্রতিটি দলে ৫ থেকে ১৬টি করে বাঁদর দেখা যায়। এদের প্রায়শই দেখা যায় শস্যক্ষেত্র লন্ডভন্ড করতে। এদের খাদ্য ফল, কচি শাখা ও পাতা। বনধ্বংস ও লোম ও মাংসের লোভে এদের ব্যাপক শিকারের ফলে এই প্রজাতি আজ বিপন্ন। মনে করা হয়, এদের মাংস থেকে যৌনোত্তেজক ড্রাগ নির্মাণ করা হয়।

নীলগিরি লেঙ্গুর[১]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: Primates
পরিবার: Cercopithecidae
গণ: Trachypithecus
প্রজাতি গোষ্ঠী: T. vetulus
প্রজাতি: T. johnii
দ্বিপদী নাম
Trachypithecus johnii
(J. Fischer, 1829)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Groves, C. (২০০৫)। Wilson, D. E., & Reeder, D. M., সম্পাদক। Mammal Species of the World (3rd সংস্করণ)। Johns Hopkins University Press। পৃষ্ঠা 166। আইএসবিএন ০-৮০১-৮৮২২১-৪ 
  2. Singh, M., Kumar, A. & Molur, S. (2008). Trachypithecus johnii. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 4 January 2009.

বহিঃসংযোগ সম্পাদনা