নীলকণ্ঠ পাখি

পাখির প্রজাতি

নীলকণ্ঠ পাখি (বৈজ্ঞানিক নাম: Coracias benghalensis) একটি অতি পরিচিত পাখি।

নীলকন্ঠ পাখি
কোরেশিয়াস বেঙ্গলেন্সিস
Indian Roller Bandhavgarh.jpg
ভারতের, বান্ধবগড় জাতীয় উদ্যান থেকে প্রাপ্ত নীলকণ্ঠ পাখির ছবি৷
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিম্যালিয়া
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Coraciidae
গণ: Coracias
প্রজাতি: C. benghalensis
দ্বিপদী নাম
Coracias benghalensis
(লিনিয়াস, ১৭৫৮)
Coracias benghalensis distr.png
প্রতিশব্দ

Corvus benghalensis
Coracias indica

আকৃতিসম্পাদনা

নীলকন্ঠ পাখি মাপে ৩১-৩৩ পর্যন্ত হয়ে থাকে। মাথার উপরে কিছুটা নীল রং থাকে এবং পালকের নিচের দিকে নীল রং থাকে। তবে এই পাখিকে অনেকটা কলার মোচার মত দেখা যায়।

বাসস্থানসম্পাদনা

নীলকন্ঠ পাখি সমগ্র ভারত, বাংলাদেশের গারো পাহাড়, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র দঃক্ষিণ এশিয়াতে দেখা যায়।

খাদ্যসম্পাদনা

পোকা, কীটপতঙ্গ, ব্যাঙ, সাপের বাচ্চা, টিকটিকি, অ্যাঞ্জন, গিরগিটি ইত্যাদি।

 
নীলকন্ঠ পাখি

চিত্রশালাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. BirdLife International (2008). Coracias benghalensis. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 04 July 2009.

বহিঃসংযোগসম্পাদনা