নীলিনা আব্রাহাম (née দত্ত ) (জন্ম ২৭শে জুলাই ১৯২৫) ভারতের কেরালা প্রদেশের একজন লেখক এবং অনুবাদক। তিনি পাবনায় জন্মগ্রহণ করেছিলেন। [১] বাংলা ভাষা ও সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি কেরালায় চলে যান। সেখানে তিনি এর্ণাকুলমের মহারাজা কলেজ বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিরুবনন্তপুরমের ইন্টারন্যাশনাল স্কুল অফ দ্রাবিড় ভাষাবিদ্যায় বাংলার অধ্যাপক হিসেবে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ও শিক্ষকতা করতেন।

নিলীনা আব্রাহাম
জন্ম
ভারত
পেশালেখক, অনুবাদ
পরিচিতির কারণএন বিশ্বনাথনের সাথে মিলে মালায়ালাম চেন্নাম উপন্যাসের বাংলা অনুবাদ করেন

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dutt, Kartik Chandra, Who's who of Indian Writers, 1999: A-M, Sahitya Akademi, New Delhi, 1999