নিম্নতম মজুরী বোর্ড

বাংলাদেশের সরকারি সংস্থা

নিম্নতম মজুরী বোর্ড শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের একটি নিয়ন্ত্রক সংস্থা, যা শিল্পক্ষেত্রে সরকারের কাছে ন্যূনতম মজুরি পরিবর্তনের প্রস্তাব দেওয়ার জন্য দায়বদ্ধ।[১]

নিম্নতম মজুরী বোর্ড
গঠিত১৯৫৯
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটনিম্নতম মজুরী বোর্ড

ইতিহাস সম্পাদনা

নিম্নতম মজুরী বোর্ড ১৯৫৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনের ভিত্তিতে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছিল।[২] বাংলাদেশের টেক্সটাইল শিল্পসহ সকল শিল্পের ন্যূনতম মজুরি প্রতিষ্ঠার জন্য এই বোর্ড দায়বদ্ধ।[৩][৪] বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রতি পাঁচ বছরে একবার ন্যূনতম মজুরি সংশোধন করতে হবে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Salary, Minimum Wage, Regular Pay - Bangladesh"WageIndicator.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  2. অফিস পরিচিতিmwb.portal.gov.bd/। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  3. "New wage board announced"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  4. "What negotiators should keep in mind"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  5. "Wage board formed for private road transport sector workers"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯