নিভৃতে নিসর্গ পার্ক
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০২১) |
নিভৃতে নিসর্গ পার্ক ২০২০ খ্রিষ্টাব্দে বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিষ্ঠিত একটি পার্ক।পার্কটি চকরিয়া উপজেলার সুুুুরাজপুর মানিকপুর ইউনিয়নের অন্ততর্ভুক্ত।নিভৃতে নিসর্গ পার্কের একপাশে রয়েছে সুবিস্তৃত মাতামুহুরি নদী আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। এছাড়াও এখানে একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে।[১][২]
নিভৃতে নিসর্গ পার্ক | |
---|---|
অবস্থান | চকোরিয়া উপজেলা, কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ |
স্থাপিত | ২০২০ |
অবস্থান
সম্পাদনাপার্কটির কক্সবাজার শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পর্যটকের পদচারণায় মুখরিত নতুন পর্যটন জোন 'নিভৃতে নিসর্গ পার্ক'"। Khola Kagoj BD (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- ↑ কুদ্দুস, আব্দুল। "পর্যটক টানছে 'অচেনা দার্জিলিং'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।