নিজামউদ্দিন আহমেদ
এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি বাংলা ব্যতীত অন্য কোন ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ঐ নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
খাজা নিজামউদ্দিন আহমেদ (also spelled as Nizam ad-Din Ahmad and Nizam al-Din Ahmad) (born 1551, died 1621/1030 AH) ছিলেন মধ্যযুগে ভারতের একজন মুসলিম ইতিহাসবিদ। তিনি মুহাম্মদ মুকিম ই হারাওয়ির পুত্র ছিলেন। তিনি সম্রাট আকবরের মীর বকশি ছিলেন। তার কর্ম তাবাকাত ই আকবরি গ্রন্থে গজনভি রাজবংশ থেকে শুরু করে ১৫৯৩-৪ সাল পর্যন্ত সময়ের সাধারণ ইতিহাস বর্ণিত হয়েছে।
তাবাকাত ই আকবরি
সম্পাদনাএই গ্রন্থটি ৯৮৬-৭ সাল থেকে আকবরের শাসনামলের ৩৮তম বছর (১৫৯৩-৪/১০০২ হিজরি) পর্যন্ত সময়ের বিবরণ রয়েছে। লেখক ২৯ টি সূত্র উল্লেখ করেছেন যার মধ্যে কিছু বর্তমানে হারিয়ে গেছে।
তথ্যসূত্র
সম্পাদনা- Brajendranath De; Baini Prashad (eds.) The Ṭabaqāt-i-Akbarī of K̲h̲wājah Nizāmuddīn Ahmad : a history of India from the early Musalman invasions to the thirty-sixth year of the reign of Akbar by Niẓām al-Dīn Aḥmad ibn Muḥammad Muqīm; Calcutta : Asiatic Society, 1927, 1973 (3 vols.)
- Nizamuddin Ahmad, Khwajah. The ṭabaqāt-i-Akbarī. Edited by Brajendranath De and M. Hidayat Hosein. 3 vols. Calcutta: Bibliotheca Indica, 1931–35. Translated by B. De. 3 vols. Calcutta: Bibliotheca Indica, 1927–39.
আরও দেখুন
সম্পাদনা- মুন্তাখাব আল তাওয়ারিখ
- The 5 minute film 'Vishwaas Ki Goonj/The Echo Of Faith', filmed in Nizamuddin Dargah, brings to us the universal message of Sufism and conveys mankind's ability to practice and uphold the notion of 'oneness of beings'. Directed and presented by filmmaker Basant P. Tolani in 2007, the film has Received an Award and First Prize in Global Festival of Films on Peace and Spirituality 2008 by IFTC (International Films & Television Club) and AAFT (Asian Academy Of Films and Television). The video is available in YouTube for viewing.