নিক অ্যাডামস (চরিত্র)

নিকোলাস অ্যাডামস হল একটি কাল্পনিক চরিত্র। এটি মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের ১৯২০-এর দশক ও ১৯৩০-এর দশকে রচিত দুই ডজন ছোটগল্প ও উপন্যাসিকার প্রধান কেন্দ্রীয় চরিত্র। অ্যাডামস চরিত্রটি প্রথম বিশ্বযুদ্ধে রেডক্রসের অ্যাম্বুলেন্স কর্পসের হয়ে উত্তর মিশিগানে গ্রীষ্মকালের কাটানো হেমিংওয়ের নিজস্ব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। নিক অ্যাডামস চরিত্রটি প্রথম দেখা যায় ১৯২৫ সালে প্রকাশিত ইন আওয়ার টাইম ছোটগল্প সংকলনে। এই সংকলনের প্রথম গল্প "ইন্ডিয়ান ক্যাম্প"-এ কিশোর অ্যাডামস প্রথম আবির্ভূত হয়।

নিক অ্যাডামস
'দ্য নিক অ্যাডামস স্টোরিজ' চরিত্র
প্রথম সংস্করণ (প্রকাশক। লেখক)
স্রষ্টাআর্নেস্ট হেমিংওয়ে
পূর্ণ নামনিকোলাস অ্যাডামস
ডাকনামনিক
প্রজাতিমানুষ
লিঙ্গপুরুষ
জাতীয়তামার্কিন

প্রায় সবকয়টি গল্প পরবর্তী কালে হেমিংওয়ের মৃত্যুর পর ১৯৭২ সালের দ্য নিক অ্যাডামস স্টোরিজ সংকলনে প্রকাশিত হয়। সেগুলোর বেশিরভাগই হল শুরু ও কৈশোরের গল্প। সর্বোপরি দ্য নিক অ্যাডামস স্টোরিজ-এ ধাপে ধাপে সংযুক্ত পর্বে একজন কিশোরের বয়োপ্রাপ্ত হওয়ার গল্প। গল্পগুলো নিকের জীবনের প্রধানতম সময় নিয়ে একত্রিত করা হয়েছে।[১]

দ্য নিক অ্যাডামস স্টোরিজ সম্পাদনা

দ্য নর্দান উডস সম্পাদনা

  • "থ্রি শটস"
  • "ইন্ডিয়ান ক্যাম্প"
  • "দ্য ডক্টর অ্যান্ড দ্য ডক্টরস ওয়াইফ"
  • "টেন ইন্ডিয়ান্স"
  • "দি ইন্ডিয়ান্স মুভড অ্যাওয়ে"

অন হিজ ওন সম্পাদনা

  • "দ্য লাইট অব দ্য ওয়ার্ল্ড"
  • "দ্য ব্যাটলার"
  • "দ্য কিলার্স"
  • "দ্য লাস্ট গুড কান্ট্রি"
  • "ক্রসিং দ্য মিসিসিপি"

যুদ্ধ সম্পাদনা

  • "নাইট বিফোর ব্যাটল"
  • "নিক স্যাট অ্যাগেইনস্ট দ্য ওয়াল ..."
  • "নাউ আই লে মি"
  • "আ ওয়ে ইউ উইল নেভার বি"
  • "ইন অ্যানাদার কান্ট্রি"

আ সোলজার হোম সম্পাদনা

কোম্পানি অব টু সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. লিংম্যান, রিচার্ড আর. (২৫ এপ্রিল ১৯৭২)। "More Posthumous Hemingway"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯