নিকিতা শর্মা
ভারতীয় অভিনেত্রী
নিকিতা শর্মা একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং নয়াদিল্লির মডেল। তিনি লাইফ ওকের টেলিভিশন ধারাবাহিক দো দিল এক জান-এ অন্তরা কুল,[১] কালার্স টিভির স্বরাগিনী - জোড়ে রিশতো কে সুর-এ কবিতা এবং শক্তি - অস্তিত্ব কে এহশাস কী-তে অর্চনা চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত।
নিকিতা শর্মা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১২ - বর্তমান |
পিতা-মাতা |
|
প্রারম্ভিক জীবন
সম্পাদনানিকিতা শর্মা ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। তার বাবা একজন নির্মাতা। সেন্ট জেভিয়ার্স স্কুল এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে,[২] নিকিতা তার বাবাকে ব্যবসায় সহায়তা করেছিলেন। তিনি নয়াদিল্লিতে নিজের বেকারিও পরিচালনা করেছিলেন।[৩]
টেলিভিশন
সম্পাদনাবছর | প্রদর্শনী | চ্যানেল | ভূমিকা |
---|---|---|---|
২০১৩ | ভি দ্য সিরিয়াল | চ্যানেল ভি | তানি |
দো দিল এক জান | লাইফ ওকে | অন্তরা রঘুনাথ নায়েক | |
কনফেশন্স অব এন ইন্ডিয়ান টিনএজার | চ্যানেল ভি | তারা | |
২০১৪ | ইয়ে হ্যায় আশিকী | ইউটিভি বিন্দাস | প্রজ্ঞা |
এমটিভি ওয়েববেড ২ | এমটিভি ভারত | সাইমন | |
হাল্লা বোল | ইউটিভি বিন্দাস | পায়েল | |
পেয়ার তুনে ক্যায়া কিয়া | জিং | ||
এমটিভি ফানাহ | এমটিভি ভারত | মাহি | |
ফির জিনে কি তামান্না হ্যায় | সাহারা ওয়ান | তানিয়া | |
লাভ বাই চান্স | ইউটিভি বিন্দাস | ঊর্মি | |
২০১৫ | মহারক্ষক: দেবী | জি টিভি | বেদিকা |
আহট | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এশিয়া | মিশা (পর্বভিত্তিক চরিত্র) | |
২০১৫ - ২০১৬ | স্বরাগিনী - জোড়ে রিশতো কে সুর | কালার্স টিভি | কবিতা রায় |
২০১৭ - ২০১৮ | মহাকালী- অন্ত হাই আরম্ভ হ্যায় | দেবী লক্ষ্মী | |
২০১৯ | শক্তি - অস্তিত্ব কে এহশাস কী | অর্চনা | |
২০১৯ - ২০২০ | ফির লউট আয়ি নাগিন | দঙ্গল টিভি | শিবানী (নাগিন) / নন্দিনী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Do Dil Ek Jaan: Life OK brings yet another love story!"। Bollywoodlife.com। ৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Nikita Sharma - Jaan - Life Ok, V The Serial"। Yatedo.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "I am the "jaan" on the sets of Jaan: Nikita Sharma | Television News"। Apne.tv। ৩ অক্টোবর ২০০৬। ১১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।