নিকিতা শর্মা

ভারতীয় অভিনেত্রী

নিকিতা শর্মা একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং নয়াদিল্লির মডেল। তিনি লাইফ ওকের টেলিভিশন ধারাবাহিক দো দিল এক জান-এ অন্তরা কুল,[] কালার্স টিভির স্বরাগিনী - জোড়ে রিশতো কে সুর-এ কবিতা এবং শক্তি - অস্তিত্ব কে এহশাস কী-তে অর্চনা চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত।

নিকিতা শর্মা
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১২ - বর্তমান
পিতা-মাতা
  • স্মিত শর্মা (পিতা)
  • সুনিতা শর্মা (মাতা)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

নিকিতা শর্মা ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। তার বাবা একজন নির্মাতা। সেন্ট জেভিয়ার্স স্কুল এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে,[] নিকিতা তার বাবাকে ব্যবসায় সহায়তা করেছিলেন। তিনি নয়াদিল্লিতে নিজের বেকারিও পরিচালনা করেছিলেন।[]

টেলিভিশন

সম্পাদনা
বছর প্রদর্শনী চ্যানেল ভূমিকা
২০১৩ ভি দ্য সিরিয়াল চ্যানেল ভি তানি
দো দিল এক জান লাইফ ওকে অন্তরা রঘুনাথ নায়েক
কনফেশন্স অব এন ইন্ডিয়ান টিনএজার চ্যানেল ভি তারা
২০১৪ ইয়ে হ্যায় আশিকী ইউটিভি বিন্দাস প্রজ্ঞা
এমটিভি ওয়েববেড ২ এমটিভি ভারত সাইমন
হাল্লা বোল ইউটিভি বিন্দাস পায়েল
পেয়ার তুনে ক্যায়া কিয়া জিং
এমটিভি ফানাহ এমটিভি ভারত মাহি
ফির জিনে কি তামান্না হ্যায় সাহারা ওয়ান তানিয়া
লাভ বাই চান্স ইউটিভি বিন্দাস ঊর্মি
২০১৫ মহারক্ষক: দেবী জি টিভি বেদিকা
আহট সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এশিয়া মিশা (পর্বভিত্তিক চরিত্র)
২০১৫ - ২০১৬ স্বরাগিনী - জোড়ে রিশতো কে সুর কালার্স টিভি কবিতা রায়
২০১৭ - ২০১৮ মহাকালী- অন্ত হাই আরম্ভ হ্যায় দেবী লক্ষ্মী
২০১৯ শক্তি - অস্তিত্ব কে এহশাস কী অর্চনা
২০১৯ - ২০২০ ফির লউট আয়ি নাগিন দঙ্গল টিভি শিবানী (নাগিন) / নন্দিনী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Do Dil Ek Jaan: Life OK brings yet another love story!"। Bollywoodlife.com। ৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩ 
  2. "Nikita Sharma - Jaan - Life Ok, V The Serial"। Yatedo.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "I am the "jaan" on the sets of Jaan: Nikita Sharma | Television News"। Apne.tv। ৩ অক্টোবর ২০০৬। ১১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা