নিকায় বৌদ্ধধর্ম

বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়

নিকায় বৌদ্ধধর্ম হলো বৌদ্ধবিদ্যার জাপানি অধ্যাপক মসতোশি নগতোমি কর্তৃক হীনযানের জন্য ব্যবহৃত অ-অবমাননাকর বিকল্প শব্দ, এবং শব্দটির অর্থ আদি বৌদ্ধ সম্প্রদায়।[১] এই সম্প্রদায়গুলির উদাহরণ হলো প্রাক-সাম্প্রদায়িক বৌদ্ধধর্মআদি বৌদ্ধ সম্প্রদায়। শব্দটি ব্যবহারের সময় কিছু পণ্ডিত প্রাক-সাম্প্রদায়িক বৌদ্ধধর্মকে বাদ দেন। থেরবাদ শব্দটি পালি ত্রিপিটকে সংরক্ষিত এই প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে বৌদ্ধ অনুশীলনকে বোঝায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Robert Thurman and Masatoshi Nagatomi of Harvard University: "'Nikaya Buddhism' is a coinage of Professor Masatoshi Nagatomi of Harvard University who suggested it to me as a usage for the eighteen schools of Indian Buddhism, to avoid the term 'Hinayana Buddhism,' which is found offensive by some members of the Theravada tradition."Thurman, Robert (১৯৮১)। "The emptiness that is compassion: an essay on Buddhist ethics"। Religious Traditions4: fn 10।