নিউ ফরাক্কা জংশন রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন
(নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
নিউ ফরাক্কা জংশন হল হাওড়া-নিউ জলপাইগুড়ি লাইনের একটি রেলওয়ে স্টেশন এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। নতুন ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন ফারাক্কা ব্যারাজের দক্ষিণে অবস্থিত।
নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | ফারাক্কা ব্যারেজ টাউনশিপ, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৪°৪৭′৪২″ উত্তর ৮৭°৫৪′৫৬″ পূর্ব / ২৪.৭৯৪৯° উত্তর ৮৭.৯১৫৬° পূর্ব |
উচ্চতা | ৩০ মিটার |
লাইন | হাওড়া–নিউ জলপাইগুড়ি লাইন বারহারওয়া–আজিমগঞ্জ–কাটোয়া লুপ |
প্ল্যাটফর্ম | ৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | NFK |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | মালদা |
ইতিহাস | |
চালু | ১৯৭১ |
বৈদ্যুতীকরণ | আছে |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা২,২৪০ মিটার দীর্ঘ (৭,৩৫০ ফুট) ফরাক্কা ব্যারেজ গঙ্গার উপর দিয়ে একটি রেল-কাম-সড়ক সেতু। রেল সেতুটি ১৯৭১ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যার ফলে মুর্শিদাবাদ জেলার শহরগুলিকে মালদা, নিউ জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের অন্যান্য রেল স্টেশনগুলির সাথে সংযুক্ত করা হয়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Salman, Salman M. A.; Uprety, Kishor (২০০২)। Conflict and cooperation on South Asia's international rivers: a legal perspective। World Bank Publications। পৃষ্ঠা 135–136। আইএসবিএন 978-0-8213-5352-3। সংগ্রহের তারিখ ২০১১-০৭-০৫।
- ↑ Saxena, R. P.। "Indian Railway History timeline"। ১৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১১।