নাহিতান নান্দেজ

উরুগুয়েয়ীয় ফুটবল খেলোয়াড়

নাহিতান মিখেল নান্দেজ আকোস্তা (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৯৫) হলেন উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার, যিনি আর্জেন্টিনীয় ক্লাব বোকা জুনিয়র্স এবং উরুগুয়ে জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১]

নাহিতান নান্দেজ
Urug tren (3) - копия.jpg
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নাহিতান মিখেল নান্দেজ আকোস্তা
জন্ম (1995-12-28) ২৮ ডিসেম্বর ১৯৯৫ (বয়স ২৭)
জন্ম স্থান পুন্তা দেল এস্তে, উরুগুয়ে
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোকা জুনিয়র্স
জার্সি নম্বর ১৫
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ উরুগুয়ে অনূর্ধ্ব-২০ ১৮ (১)
২০১৫– উরুগুয়ে ১১ (০)
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ারসম্পাদনা

২০১৮ সালের ২রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত উরুগুয়ের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[২]

ক্যারিয়ার পরিসংখ্যানসম্পাদনা

আন্তর্জাতিকসম্পাদনা

২৬ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
উরুগুয়ে
সাল উপস্থিতি গোল
২০১৫
২০১৭
২০১৮
মোট ১১

তথ্যসূত্রসম্পাদনা

টেমপ্লেট:Boca Juniors squad