নাসিরউদ্দিন নুসরাত শাহ
বাংলার সুলতান
নাসিরউদ্দিন নুসরাত শাহ (শাসনকাল ১৫১৯-১৫৩৩) ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র।[১] তিনি তার পিতার অনুসৃত নীতি বজায় রাখেন। শাসনের প্রথমদিকে নতুন অঞ্চল জয় করে সালতানাতের অন্তর্ভুক্ত করলেও ১৫২৬ সালের পর তাকে মোগলদের সাথে ঘাঘরার যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। নাসির উদ্দিন নুসরাত শাহ এর সময় বাংলা সালতানাত তার সোনালী যুগে পৌছে।
নাসিরউদ্দিন নুসরাত শাহ | |
---|---|
বাংলার সুলতান | |
![]() একটি আধুনিক ধারণাগত শিল্পকর্মে নাসিরুদ্দিন নুসরাত শাহ চিত্রিত। | |
রাজত্ব | ১৫১৯-১৫৩৩ |
রাজ্যাভিষেক | ১৫১৯ |
পূর্বসূরি | আলাউদ্দিন হোসেন শাহ |
উত্তরসূরি | দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ |
মৃত্যু | ১৫৩৩ |
রাজবংশ | হোসেন শাহি রাজবংশ |
পিতা | আলাউদ্দিন হোসেন শাহ |
ধর্ম | ইসলাম (সুন্নি) |
পূর্বসূরী আলাউদ্দিন হোসেন শাহ |
বাংলা সালতানাত হোসেন শাহি রাজবংশ ১৫১৯–১৫৩৩ |
উত্তরসূরী দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ M.H. Syed, History of Delhi Sultanate ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুন ২০১৪ তারিখে, pp.237-238.