নাসিম আলী খান

সঙ্গীত শিল্পী

নাসিম আলী খান একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। বাংলাদেশের অন্যতম ব্যান্ড সোলসের সদস্য ও ভোকালিস্ট।[১] ১৯৮০ সালে তিনি ব্যান্ডটির সাথে যুক্ত হন এবং ১৯৯০-এর দশকে ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী হিসেবে গান করা শুরু করেন।[২][৩]

নাসিম আলী খান
জন্ম (1961-07-01) ১ জুলাই ১৯৬১ (বয়স ৬২)
চট্টগ্রাম, বাংলাদেশ
উদ্ভবচট্টগ্রাম, বাংলাদেশ
পেশাকণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল১৯৮০-বর্তমান
দাম্পত্যসঙ্গীসামিয়া হোসেন (বি. ১৯৯৫)

প্রাথমিক জীবন সম্পাদনা

খান ১৯৬১ সালের ১ জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার ৪ ভাই ও ২ বোন রয়েছে। তিনি সেন্ট প্লাসিড হাই স্কুল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। খানের শৈশবের স্মৃতিগুলি খেলা, শিল্প এবং সঙ্গীতের উদ্বেগহীন দিনগুলিতে পূর্ণ ছিল যা তার পরিবারে লালিত ছিল। পেইন্টিং ছিল তার প্রথম আবেগ, যা তার পরিবার এবং বন্ধুদের দ্বারা প্রশংসিত হয়েছিল। শ্রেণীকক্ষে যে সমস্ত পৃষ্ঠে তিনি হাত পেতে পারেন তার স্কেচিং করতে তিনি তার বেশিরভাগ অবসর মুহূর্ত কাটিয়েছেন। তিনি নিয়মিত আন্তঃ এবং স্কুল আর্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অংশগ্রহণ করতেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

খান ১৯৯৫ সালে বিয়ে করেন সামিয়া হুসেনকে এবং তার দুটি মেয়ে রয়েছে।

কর্মজীবন সম্পাদনা

খান ১৯৮০ সালে সোলসের সাথে তার যাত্রা শুরু করেন কারণ নকীব খান তাকে ব্যান্ডে স্থায়ী সদস্য হিসাবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান, মূলত ইংরেজি কভার করার জন্য, যা তিনি সানন্দে গ্রহণ করেছিলেন। খান দেখতে পান যে কনসার্টে জনপ্রিয় ইংরেজি কভার গাওয়ার ক্ষেত্রে তার উপস্থিতি ব্যাপক এবং শ্রোতাদের দ্বারা কাঙ্ক্ষিত হলেও, বাংলায় পারফর্ম করতে না পারায় অ্যালবামে তার অংশগ্রহণ ছিল নগণ্য। তিনি বাংলা রকের মূল স্রোতে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তাই তিনি ১৯৮৯ সালে তার প্রথম একক অ্যালবাম নাসিম আলী খান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যালবামটি একাধিক হিট ছিল এবং ব্যাপক শ্রোতাদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং তিনি প্রধান ধারার ব্যান্ড সঙ্গীত অঙ্গনে ভোকাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তারপরে তিনি ২০০০ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম কিচুখন আগে প্রকাশ করেন।

ডিস্কোগ্রাফি সম্পাদনা

ব্যান্ড সম্পাদনা

সোল্‌স সম্পাদনা

গানের নাম সুরকার গীতিকার অ্যালবাম
ভিশন সুপার সোল্‌স (১৯৮০)
লাইফ ইনসাইড আউট
আমাদের এই গান রালেই পেনহেইরো ও তপন চৌধুরী কলেজের করিডোরে (১৯৮২)
আকাশের তারা নাসিম আলী খান
তোমাকে দিয়ে গেলাম শহীদ মাহমুদ জঙ্গী মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭)
অনোভিক আঘাতে শহীদ মাহমুদ জঙ্গী
ফ্লিই ইস্ট এন্ড ওয়েস্ট (১৯৮৮)
চেসিং এ ড্রিম
সাডেনলি
ফিল্ড মাই এম্পটি
ডেঞ্জার
কেনো এমন হলো পীযুষ বন্দ্যোপাধ্যায় এ এমন পরিচয় (১৯৯৩)
সাগরের ঐ প্রান্তরে নাসিম আলী খান
এই চোখে শুধু স্বপ্ন শাহীউদ্দিন মাহমুদ
ভালোবাসি ঐ সবুজ শাহীউদ্দিন মাহমুদ
নীরবে নাসিম আলী খান আজ দিন কাটুক গানে (১৯৯৫)
এরই মাঝে শাহীদ মাহমুদ জঙ্গী
ব্যস্ততা কবির বকুল
আলো আঁধারে দেওয়ান মামুন
নিঃশ্চুপ মাঝরাতে আশরাফ বাবু
চায়ের কাপে শাহীদ মাহমুদ জঙ্গী
এলোমেলো কথা অসময়ের গান (১৯৯৭)
একাকী আমি
যেতে যেতে পরিচয়
আবেগের সুরে
ঐ দূর নীলে
আইয়ো না
ভুলিনি আমি মুখরিত জীবন (২০০০)
মুখরিত জীবন আব্দুল্লাহ আল মামুন
অচেনা আঁধারে
সুখ পাখি
সাজানো পৃথিবী তারার উঠোনে (২০০৩)
রোদেলা দুপুরে
শেষ সূর্যাস্ত
যতখানি সময়
সুখে আছি
স্বপ্ন লোকের চাবি তমাল প্রদীপ সাহা টু-লেট (২০০৪)
শুধু তুমি
কথা এখনো লিখিনি
স্মৃতির ডায়েরি
মানুষ
বাংলাদেশ পার্থ বড়ুয়া সকাল
অভিমান পার্থ বড়ুয়া আসিফ ইকবাল ঝুট ঝামেলা (২০০৬)
বৃষ্টি আয়
নেই তুমি নেই
মন পলাশী
মন খারাপ পার্থ বড়ুয়া আহাসানুর রাহমান আশিক জ্যাম (২০১১)
গান
নতুন ভোরে
বর্ণচোরা
প্রিয় মুখ

একক সম্পাদনা

নাসিম আলী খান (১৯৮৯) সম্পাদনা

গানের নাম সুরকার গীতিকার
পথে যেতে যেতে আইয়ুব বাচ্চু কবির বকুল
যতীন স্যারের ক্লাসে আইয়ুব বাচ্চু শহীদ মাহমুদ জঙ্গী
কোলাহল আইয়ুব বাচ্চু শহীদ মাহমুদ জঙ্গী
অগোছালো আইয়ুব বাচ্চু আসিফ ইকবাল
মিছে আশা আইয়ুব বাচ্চু হেনা ইসলাম
মন ভেঙ্গে যায় আইয়ুব বাচ্চু শহীদ মাহমুদ জঙ্গী
ভাবোনা আইয়ুব বাচ্চু শহীদ মাহমুদ জঙ্গী
ওহে নদী আইয়ুব বাচ্চু শহীদ মাহমুদ জঙ্গী
আলো নেই আইয়ুব বাচ্চু আসিফ ইকবাল
সব আধাঁর পেড়িয়ে আইয়ুব বাচ্চু সোহেল
নিঝুম চরা আইয়ুব বাচ্চু সোহেল
আমায় ভাসাইলি রে আইয়ুব বাচ্চু জসীম উদ্‌দীন

কিছুক্ষন আগে (২০০০) সম্পাদনা

গানের নাম সুরকার গীতিকার
পেছনের ঘড়িতে তানভীর মোর্শেদ
কিছুক্ষন আগে জাহিদ আকবর
রক এন্ড রোল জিয়াউদ্দিন আহমেদ
নিশাচর যুবক আইয়ুব বাচ্চু এঞ্জেল শফিক
স্বপ্ন আমার নাসিম আলী খান নাসিম আলী খান
আজব দুনিয়া আইয়ুব বাচ্চু নিয়াজ আহমেদ অংশু
মানুষ চলে গেলে আইয়ুব বাচ্চু এঞ্জেল শফিক
পরিচিত দুঃখ পান্থ কানাই আশরাফ বাবু
ক্ষয়ে গেছে কাওসার হাসান বিপুল জিয়াউদ্দিন আহমেদ
ক্ষুধা নাসিম আলী খান নাসিম আলী খান
আমি ভালো নেই আইয়ুব বাচ্চু লতিফুল ইসলাম শিবলী
কি আসাতে আইয়ুব বাচ্চু আশরাফ বাবু

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সোলস ভোকালিস্ট নাসিম"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 
  2. "ব্যান্ড ভাঙে ব্যান্ড গড়ে"ভোরের কাগজ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 
  3. "The Daily Star Web Edition Vol. 5 Num 745"archive.thedailystar.net। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০