আসিফ ইকবাল (গীতিকার)

বাংলাদেশী গীতিকার ও সুরকার

আসিফ ইকবাল (জন্ম:১২ অক্টোবর) একজন বাংলাদেশী গীতিকার ও সুরকার। এছাড়াও, তিনি বাংলাদেশের অন্যতম সফল কর্পোরেট ব্যক্তিত্ব। দেশের খ্যাতিমান একাধিক প্রতিষ্ঠানে বহুমাত্রিক ও নানান উদ্ভাবনী কাজ তিনি প্রশংসিত হন।

আসিফ ইকবাল
জন্ম১২ অক্টোবর
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

সেন্ট প্লাসিড্‌স হাই স্কুল, চট্টগ্রাম
পেশাগীতিকার, সুরকার, ব্যবসা
পিতা-মাতাবি এম ফয়েজুর রহমান (পিতা)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আসিফ ইকবাল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[১]

শিক্ষা জীবন সম্পাদনা

আসিফ ইকবাল চট্টগ্রামের সেন্ট প্লাসিড্‌স হাই স্কুলচট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন সম্পাদনা

আসিফ ইকবাল প্রায় ৩০ বছর ধরে গান লিখে চলেছেন। চলচ্চিত্র এবং অ্যালবামের গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত হন। ২০১৭ সালে তিনি ১২ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গীতিকার হন[২]। এছাড়াও, ২০১৯ সালে ৭ম বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড - ২০১৯ এ সেরা গীতিকার নির্বাচিত হন।[৩] তিনি আসিফ আকবর দ্বারা গাওয়া জনপ্রিয় গান সাদা আর লাল এর গীতিকার। তিনি অনিমেষ আইচ এর চলচ্চিত্র ভয়ঙ্কর সুন্দর এর সাউন্ডট্র্যাক রচনা করেছিলেন। তার লেখা বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন নকীব খান, বাপ্পা মজুমদার, জেমস, পার্থ বড়ুয়া, শাকিলা জাফর, কনকচাঁপা, ফাহমিদা নবী, ন্যান্সি, কনা, এলিটা, নিশিতা বড়ুয়া, শফিক তুহিন, বালামসহ বহু খ্যাতিমান শিল্পী।[৪][৫][৬]। তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর উপব্যবস্থাপনা পরিচালকের (এফএমসিজি) দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের প্রতিষ্ঠাতা ও মালিক। তিনি বেসরকারি ইস্টওয়েস্ট ও সাউথইস্ট ইউনিভাসিটির মার্কেটিং বিভাগে শিক্ষকতাও করেছেন।[৭] বর্তমানে তিনি হামিদ গ্রুপের গ্রুপ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

  • চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৭ - আধুনিক গানে সেরা গীতিকার[২]
  • বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড - ২০১৯ - সেরা গীতিকার[৩]
  • চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ - আধুনিক গানে সেরা গীতিকবি

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আসিফ ইকবাল ব্যক্তিগত জীবনে আফসানা আসিফকে বিয়ে করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এবার সেরা গীতিকারের তালিকায় কাঞ্চনার গৌরব "আসিফ ইকবাল""। চাঁটগার সংবাদ। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০ 
  2. 12th Channel i Music Awards held
  3. "সেরা সংগীত শিল্পী আসিফ, সেরা সংগীত পরিচালক হাবিব"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০ 
  4. "গান শুনবে কি?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০ 
  5. "আসিফ ইকবালের কথায় গাইলেন ৫০ শিল্পী"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২ 
  6. "Voyonkor Sundor is an original film: director"। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৮ 
  7. "আসিফ ইকবালের মেঘনা গ্রুপে যোগদান"। bangla news24। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০