নাসিমুল গণি
নাসিমুল গণি একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা, সচিব ও আমলা। বাংলাদেশ রাষ্ট্রপতির কার্যালয়ের গণবিভাগের সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়োগ দিয়েছিলো।[১][২] তিনি জাতীয় সংসদের স্পিকার জামিরুদ্দিন সরকারের সাবেক একান্ত সচিব ছিলেন।[৩]
কর্মজীবন
সম্পাদনা১৯৮০-এর দশকে সৈয়দ গোলাম মওলা ও কাওসার শাহনেওয়াজের সঙ্গে গণির দেখা হয়।[৪] এই তিনজনই ২০০০ সালে বাংলাদেশে হিজবুত তাহরীরের প্রথম অফিস খোলেন।[৪][৫] ঢাকায় সংগঠনটির প্রধান সমন্বয়ক ছিলেন মহিউদ্দিন আহমেদ।[৪]
২০০৭ সালের জানুয়ারিতে, গণিকে বাংলাদেশের রাষ্ট্রপতির সচিব থেকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের পদে বদলি করা হয়।[৬]
গণি ছিলেন জামিরুদ্দিন সরকারের একান্ত সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং সংসদের স্পিকার।[৩] ২০০৯ সালে, তিনি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন।[৭] আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদের সঙ্গে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়।[৭] ২০১৩ সালের ২৯ মে তাকে অবসরে পাঠানো।[৩]
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গণি ১৮ আগস্ট ২০২৪ সালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয়ের জনবিভাগের সচিব নিযুক্ত হন।[৮] একই সঙ্গে চুক্তিভিত্তিক সচিব করা হয়েছে আরও চারজনকে, শেখ আবদুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, এহছানুল হককে সড়ক ও জনপথ বিভাগে, মোহাম্মদ আবদুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ে।[৮] ওয়াহিদুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হন গাজী।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Report, Star Digital (২০২৪-০৮-১৮)। "President hopes SC under new CJ will ensure prompt justice"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
- ↑ UNB (২০২৪-০৮-১৮)। "5 retired addl secretaries brought back, appointed secretaries"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
- ↑ ক খ গ ঘ "Five secys appointed on contract"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
- ↑ ক খ গ Halder, Chaitanya Chandra; Adhikary, Tuhin Shubhra (২০১৬-০৯-২৮)। "Tahrir 'chief' indicted"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
Syed Golam Mowla, then a lecturer of management at the DU, went to the UK in late 80s to do PhD and he was there introduced to two Bangladeshis -- Nasimul Gani and Kawsar Shahnewaz.
- ↑ Ali, Anwar; Rajshahi (২০০৮-০৯-১৯)। "Hizb ut-Tahrir leaders held over 'militancy'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
- ↑ "President's PS Gani sent on deputation"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
- ↑ ক খ "More shake-up in admin"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০২-০২। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১২।
- ↑ ক খ "Five retired additional secretaries appointed as secretaries"। The Financial Express (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৪।