জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

বাংলাদেশে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) একটি সরকারি জাতীয় গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশে পরিবার পরিকল্পনা নিয়ে গবেষণা করে এবং পরিবার পরিকল্পনার সাথে জড়িত সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় এবং এটির সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।[][]

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
গঠিত১৯৭৭
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটNational Institute of Population Research and Training

ইতিহাস

সম্পাদনা

ইনস্টিটিউটটি ১৯৭৭ সালের জুলাইয়ে জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসাবে গঠিত হয়। ১৯৮০ সালে ইনস্টিটিউটকে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে নিযুক্ত করা হয়।[][] ইনস্টিটিউটটি বাংলাদেশে জনসংখ্যা জরিপ চালায়। [] এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এস.এম হুমায়ুন কবির (২০১২)। "জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Correct data, political will must to ensure housing for urban poor"The Daily Star। ২৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  3. "Our growing cities and their healthcare challenges"। bdnews24.com। ৩০ অক্টোবর ২০১৪। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  4. "Muhith rejects UNFPA population report"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৬ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  5. "'I considered all feedback to be constructive...'"The Daily Star। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭