নাসরুল্লাহ মসজিদ

তুরস্কের একটি মসজিদ

নাসরুল্লাহ মসজিদ (তুর্কি: Nasrullah Cami) হচ্ছে তুরস্কের কাস্তামনুতে অবস্থিত ১৬ শতকের একটি উসমানী মসজিদ। এটি কাস্তামোনু গভর্নর অফিস এবং গোক নদীর ঠিক পশ্চিমে অবস্থিত। মসজিদটি উসমানী সাম্রাজ্যের একজন বিচারক (কাজী) নাসরুল্লাহর অনুদানে নির্মিত হয়েছিল। তাই মসজিদটির এরূপ নামকরণ করা হয়।

নাসরুল্লাহ মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
প্রদেশকাস্তামনু প্রদেশ
অঞ্চলকৃষ্ণ সাগর অঞ্চল
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানতুরস্ক কাস্তামনু, তুরস্ক
নাসরুল্লাহ মসজিদ তুরস্ক-এ অবস্থিত
নাসরুল্লাহ মসজিদ
তুরস্কে নাসরুল্লাহ মসজিদের অবস্থান
স্থানাঙ্ক৪১°২২′৩৮″ উত্তর ৩৩°৪৬′৩১″ পূর্ব / ৪১.৩৭৭২২° উত্তর ৩৩.৭৭৫২৮° পূর্ব / 41.37722; 33.77528
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীউসমানীয় স্থাপত্য
সম্পূর্ণ হয়১৫০৬
মিনার২টি

উসমানীয় সুলতান দ্বিতীয় বায়েজীদের শাসনামলে ১৫০৬ সালে মসজিদটি নির্মিত হয়েছিল। ১৭৪৬, ১৮৪৫ এবং ১৯৪৫ সালে মসজিদটি পুনর্নির্মাণ হয়। [১]

মসজিদটিতে ১.৬০ মি × ১.৬০ মি (৫.২ ফু × ৫.২ ফু) মাত্রা সহ ছয়টি বর্গাকার কলামের উপরে নয়টি গম্বুজ রয়েছে। মসজিদের 'নারথেক্স'টিতে (ইংরেজি: Narthex) (তুর্কি: son cemaat yeri) দশটি কলামের উপরে সাতটি গম্বুজ রয়েছে। মসজিদের দৃষ্টিনন্দন ফোয়ারাটি (তুর্কি: şadırvan) মসজিদের উত্তরে উঠানে অবস্থিত। এই মসজিদে দুটি মিনার রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Diyanet periodical" (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২৭