নাম-ম্খা'-ছোস-স্ক্যোং

নাম-ম্খা'-ছোস-স্ক্যোং (ওয়াইলি: nam mkha' chos skyong) (১৪৩৬-১৫০৭) তিব্বতের জো-নাং বৌদ্ধবহারের অষ্টাদশ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

নাম-ম্খা'-ছোস-স্ক্যোং ১৪৩৬ খ্রিষ্টাব্দে তিব্বতের ব্ঝাদ-ম্থোং-স্মোন (ওয়াইলি: bzhad mthong smon) নামক স্থানে জন্মগ্রহণ করেন। 'জাম-দ্ব্যাংস-দ্কোন-ম্ছোগ-ব্জাং-পো নামক জো-নাং বৌদ্ধবহারের চতুর্দশ প্রধানের নিকট হতে তিনি কালচক্রবিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি র্ত্সে-ছেন (ওয়াইলি: rtse chen) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হওয়া ছাড়াও জো-নাং বৌদ্ধবিহারের অষ্টাদশ প্রধান হিসেবে নির্বাচিত হন। তার প্রধান শিষ্য ছিলেন পান-ছেন-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং (ওয়াইলি: paN chen nam mkha' dpal bzang) ও স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা (ওয়াইলি: sgo rum pa kun dga' legs pa)।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Namkha Chokyong"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৬