স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা
স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা (ওয়াইলি: sgo rum pa kun dga' legs pa) (১৪৭৭-১৫৪৪) তিব্বতের জো-নাং বৌদ্ধবিহারের একবিংশ প্রধান ছিলেন।
প্রথম জীবন
সম্পাদনাস্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা ১৪৭৭ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্পা'-লুং (ওয়াইলি: dpa' lung) বৌদ্ধবিহারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় বছর বয়সে সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: sangs rgyas rgyal mtshan) নামক ভিক্ষুর নিকট হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৪৮৬ খ্রিষ্টাব্দে তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo gros rgyal mtshan) নামক পন্ডিতের নিকট দীক্ষালাভ ও ১৪৯৪ খ্রিষ্টাব্দে মার্গফল সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৪৯৫ খ্রিষ্টাব্দে তিনি কুন-স্পাংস-র্দো-রিং-পা (ওয়াইলি: kun spangs rdo ring pa) নামক পন্ডিতের নিকট মার্গফল, নিগুমার ছয় যোগ ও মহামুদ্রা সম্বন্ধে এবং দ্কোন-ম্ছোগ-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: dkon mchog tshul khrims) নামক ঝ্বা-লু (ওয়াইলি: dzhwa lu) বৌদ্ধবিহারের প্রধান ও ব্যা-'গ্যুর-ব্সোদ-নাম্স-সেং-গে (ওয়াইলি: bya 'gyur bsod nams seng ge) নামক সাধকের নিকট মার্গফল সম্বন্ধে শিক্ষালাভ করেন। নাম-ম্খা'-ছোস-স্ক্যোং নামক জো-নাং বৌদ্ধবহারের অষ্টাদশ প্রধান, দ্পাল-ল্দান-রিন-ছেন (ওয়াইলি: dpal ldan rin chen) নামক জো-নাং বৌদ্ধবহারের ঊনবিংশ প্রধান এবং 'বুম-দ্বোন-র্দো-র্জে-র্গ্যাল-পো (ওয়াইলি: 'bum dbon rdo rje rgyal po) নামক পন্ডিতের নিকট তিনি কালচক্র ও বিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে অধ্যয়ন করেন।[১]
পরবর্তী জীবন
সম্পাদনা১৫১৬ খ্রিষ্টাব্দে তিনি জো-নাং বৌদ্ধবহারের একবিংশ প্রধান হিসেবে নির্বাচিত হন এবং এই পদে তিনি বারো বছর থাকেন। এই সময় তিনি এই বিহারের প্রধান কক্ষের দক্ষিণ প্রান্তের দেওয়ালের সংস্কার সাধন করেন এবং অক্ষোভ্য ও অমোঘসিদ্ধির দেওয়ালচিত্র নির্মাণ করান। এই সময় তিনি কালচক্র ও বিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষাদান করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Gorumpa Kunga Lekpa"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৭।
পূর্বসূরী ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান |
স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা জো-নাং বৌদ্ধবিহারের একবিংশ প্রধান |
উত্তরসূরী নাম-ম্খা'-ব্জাং-পো |