স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা

স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা (ওয়াইলি: sgo rum pa kun dga' legs pa) (১৪৭৭-১৫৪৪) তিব্বতের জো-নাং বৌদ্ধবিহারের একবিংশ প্রধান ছিলেন।

স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা

প্রথম জীবন

সম্পাদনা

স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা ১৪৭৭ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্পা'-লুং (ওয়াইলি: dpa' lung) বৌদ্ধবিহারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় বছর বয়সে সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: sangs rgyas rgyal mtshan) নামক ভিক্ষুর নিকট হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৪৮৬ খ্রিষ্টাব্দে তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo gros rgyal mtshan) নামক পন্ডিতের নিকট দীক্ষালাভ ও ১৪৯৪ খ্রিষ্টাব্দে মার্গফল সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৪৯৫ খ্রিষ্টাব্দে তিনি কুন-স্পাংস-র্দো-রিং-পা (ওয়াইলি: kun spangs rdo ring pa) নামক পন্ডিতের নিকট মার্গফল, নিগুমার ছয় যোগ ও মহামুদ্রা সম্বন্ধে এবং দ্কোন-ম্ছোগ-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: dkon mchog tshul khrims) নামক ঝ্বা-লু (ওয়াইলি: dzhwa lu) বৌদ্ধবিহারের প্রধান ও ব্যা-'গ্যুর-ব্সোদ-নাম্স-সেং-গে (ওয়াইলি: bya 'gyur bsod nams seng ge) নামক সাধকের নিকট মার্গফল সম্বন্ধে শিক্ষালাভ করেন। নাম-ম্খা'-ছোস-স্ক্যোং নামক জো-নাং বৌদ্ধবহারের অষ্টাদশ প্রধান, দ্পাল-ল্দান-রিন-ছেন (ওয়াইলি: dpal ldan rin chen) নামক জো-নাং বৌদ্ধবহারের ঊনবিংশ প্রধান এবং 'বুম-দ্বোন-র্দো-র্জে-র্গ্যাল-পো (ওয়াইলি: 'bum dbon rdo rje rgyal po) নামক পন্ডিতের নিকট তিনি কালচক্রবিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে অধ্যয়ন করেন।[]

পরবর্তী জীবন

সম্পাদনা

১৫১৬ খ্রিষ্টাব্দে তিনি জো-নাং বৌদ্ধবহারের একবিংশ প্রধান হিসেবে নির্বাচিত হন এবং এই পদে তিনি বারো বছর থাকেন। এই সময় তিনি এই বিহারের প্রধান কক্ষের দক্ষিণ প্রান্তের দেওয়ালের সংস্কার সাধন করেন এবং অক্ষোভ্যঅমোঘসিদ্ধির দেওয়ালচিত্র নির্মাণ করান। এই সময় তিনি কালচক্রবিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষাদান করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Gorumpa Kunga Lekpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৭ 
পূর্বসূরী
ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান
স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা
জো-নাং বৌদ্ধবিহারের একবিংশ প্রধান
উত্তরসূরী
নাম-ম্খা'-ব্জাং-পো