নামুজা ইউনিয়ন

বগুড়া জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

নামুজা ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।[৩]

নামুজা ইউনিয়ন
ইউনিয়ন
১১ নং নামুজা ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাবগুড়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরফিকুল ইসলাম [১]
আয়তন
 • মোট১৫.৪১ বর্গকিমি (৫.৯৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৯,০৬০ [২]
সাক্ষরতার হার
 • মোট৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান

সম্পাদনা

নামুজা ইউনিয়ন বগুড়া জেলা শহর থেকে ১৭ কিলোমিটার এবং সদর উপজেলা থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।[৪]

যোগাযোগ

সম্পাদনা

নামুজা ইউনিয়নের মোট আয়তন ১৫.৪১ বর্গকিলোমিটার।[৫]

ইতিহাস

সম্পাদনা

জনসংখ্যা

সম্পাদনা

এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,০৬০জন।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

নামুজা ইউনিয়ন ১০টি গ্রাম ও মৌজার সমন্বয়ে গঠিত।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

নামুজা ইউনিয়নের সাক্ষরতার হার ৭০%। এই ইউনিয়নে ১ টি কলেজ, ২ টি উচ্চ বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা রয়েছে।[৫]

হাট-বাজার

সম্পাদনা
  • নামুজা হাট
  • চৌমুহিনী বাজার
  • বাংলাবাজার হাট
  • টেংরা বাজার
  • বড় সরলপুর বউ বাজার
  • বামনপাড়া বাজার ।

জনপ্রতিনিধি

সম্পাদনা

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম।[১]

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা
  • নামুজা মসজিদ পাড়া পুরাতন জামে মসজিদ

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • নামুজা

নীড়াইল মাজার

  • নামুজা এস এস আই ফাজিল মাদ্রাসা
  • নামুজা জান্নাতিয়া কওমি মাদ্রাসা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • রাগেবুল আহসান রিপু - বাংলাদেশী রাজনীতিবিদ এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  3. "নামুজা ইউনিয়ন"namujaup.bogra.gov.bd 
  4. "এক নজরে ইউনিয়ন"namujaup.bogra.gov.bd। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  5. "ইতিহাস"namujaup.bogra.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]