নামারক ও সেতুর যুদ্ধ

(নামারিকের যুদ্ধ থেকে পুনর্নির্দেশিত)

৬৩৪ খ্রিষ্টাব্দে সংঘটিত এ যুদ্ধটি, মুসলিমদের পারস্য বিজয়ের সময়কালের একটি অন্যতম যুদ্ধ।[১]

নামারিকের যুদ্ধ
মূল যুদ্ধ: মুসলিম-হীনারাজ্য যুদ্ধ

সিয়ার-ই নবী গ্রন্থের চিত্রিত হামজা ও আলি কর্তৃক মুসলিম বাহিনীকে নেতৃত্ব দান
তারিখ২৩ আগস্ট ৬৩৪ খ্রিষ্টাব্দ
অবস্থান
মদিনার দক্ষিণ পশ্চিমে ৮০ মাইল অদূরে বদর উপত্যকা
ফলাফল মুসলিমদের বিজয়
শক্তি
৫০০০জন পদাতিক, ৫০টি ঘোড়া, ১০০০টি উট ৭৫০০জন পদাতিক, ১০০০টি ঘোড়া, ১৭০০টি উট
হতাহত ও ক্ষয়ক্ষতি
নিহত ৫০০(শহীদ হন) নিহত ৩০০০, বন্দী ৯০০

। খলিফা আবু বকর সিদ্দিক (রা) - এর শাসনকালে হযরত মুসান্না ও হযরত খালিদের নেতৃত্বে পারস্য সম্রাজ্যাধীন হীরারাজ্য আরবদের অধিকারে আসে এবং হীরাবাসি মুসলমানদের বার্ষিক কর দানে রাজি করিয়ে সন্ধি করেছিল। কিন্তু হীরারাজ্য হারিয়ে পারস্য উন্মাদ হয়ে উঠে এবং হীরারাজ্য পুনঃরুদ্ধারের জন্য তৎপর হয়। অতঃপর হযরত উমর (রা) হযরত মুসান্নার সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য হযরত আবু ওবায়দার (রা) এর নেতৃত্বে অন্য একটি সেনাদল প্রেরণ করেন। পারসিকগন সেনাপাতি রুস্তমের নেতৃত্বে নামারিক নামক স্থানে মুসলিম বাহিনীর সম্মুখীন হয়। ৬৩৪ খ্রি. সেপ্টেম্বর মাসে সংঘটিত এ যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে এবং হীরারাজ্য পুনর্দখল করে। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Frye 1975, পৃ. 8-9।
  2. নামারিকের যুদ্ধ ৬৩৪খ্রি. ২৩ আগস্ট ইসলামের ইতিহাস