নানকৌড়ি (নানকৌড়ি: মুওত, নানকোভরি) নিকোবর দ্বীপপুঞ্জ শৃঙ্খলার কেন্দ্রীয় অংশের একটি দ্বীপ, যা বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মধ্যে ভারত মহাসাগরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

নানকৌড়ি দ্বীপ
স্থানীয় নাম:
মুওত

ডাকনাম: নানকৌড়ি দ্বীপ
নানকৌড়ি দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-এ অবস্থিত
নানকৌড়ি দ্বীপ
নানকৌড়ি দ্বীপ
ভূগোল
অবস্থানবঙ্গোপসাগর
স্থানাঙ্ক৭°৫৯′ উত্তর ৯৩°৩৩′ পূর্ব / ৭.৯৮° উত্তর ৯৩.৫৫° পূর্ব / 7.98; 93.55
দ্বীপপুঞ্জনিকোবর দ্বীপপুঞ্জ
সংলগ্ন জলাশয়ভারত মহাসাগর
মোট দ্বীপের সংখ্যা
প্রধান দ্বীপসমূহ
  • নানকৌড়ি দ্বীপ
আয়তন৪৭ বর্গকিলোমিটার (১৮ বর্গমাইল)[১]
দৈর্ঘ্য১১.২ কিমি (৬.৯৬ মাইল)
প্রস্থ৭.৫ কিমি (৪.৬৬ মাইল)
তটরেখা৪৭ কিমি (২৯.২ মাইল)
সর্বোচ্চ উচ্চতা১৬২ মিটার (৫৩১ ফুট)
প্রশাসন
জেলানিকোবর
দ্বীপপুঞ্জনিকোবর দ্বীপপুঞ্জ
ভারতের মহকুমানানকৌড়ি মহকুমা
তালুকনানকৌড়ি তহশিল
বৃহত্তর বসতিমায়ো (মালাক্কা) বিন্দু (জনসংখ্যা ৫১৬)
জনপরিসংখ্যান
জনসংখ্যা১০১৯ (২০১১)
জনঘনত্ব২১.৭ /বর্গ কিমি (৫৬.২ /বর্গ মাইল)
জাতিগত গোষ্ঠীসমূহহিন্দু, নিকোবরী
অতিরিক্ত তথ্য
সময় অঞ্চল
পিন৭৪৪৩০১
টেলিফোন কোড০৩১৯২
আইএসও কোডইন-এএন-০০[২]
অফিসিয়াল ওয়েবসাইটwww.and.nic.in
সাক্ষরতা৮৪.৪%
গ্রীষ্মের গড় তাপমাত্রা৩২.০ °সে (৮৯.৬ °ফা)
শীতের গড় তাপমাত্রা২৮.০ °সে (৮২.৪ °ফা)
যৌন অনুপাত/
আদমশুমারি কোড৩৫.৬৩৮.০০০২
সরকারি ভাষা সমূহহিন্দি, ইংরেজি, তামিল
কার (স্থানীয়)

ইতিহাস সম্পাদনা

১৭৫৫ সালে, ডেনমার্ক সরকার আনুষ্ঠানিকভাবে নিকোবরের উপর সার্বভৌমত্ব দাবি করেছিল, ফ্রেডরিক্সার্নির (ফ্রেডরিক দ্বীপপুঞ্জ) নামে এবং হার্নহুটের মোরাভিয়ান ভাইদের নেওয়া একটি উদ্দেশ্যকে উৎসাহিত করেছিল। ঠিক উত্তরে অবস্থিত কামোর্তা দ্বীপের সাথে নানকৌড়ি দ্বীপটি "বিস্তৃত স্থলবেষ্টিত" নানকৌড়ি পোতাশ্রয় গঠন করেছে।[৩] অন্তত ১৭শ শতকের পর থেকে ইউরোপীয় নাবিকেরা এটি ব্যবহার করত এবং বর্ণিত([৩]) দ্বীপকে বলেছিল "বিশ্বের অন্যতম নিরাপদ প্রাকৃতিক আশ্রয়স্থল"। মনে করা হয় বন্দরটি জলদস্যুতার ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল; ১৮৬৮ সালে, ব্রিটিশ নৌবাহিনী জোর করে বন্দরে প্রবেশ করেছিল এবং সন্দেহজনক জলদস্যু জাহাজ ধ্বংস করেছিল।[৪][৫][৬]

২০০৪ সুনামি সম্পাদনা

নিকোবর এবং আন্দামান দ্বীপপুঞ্জের অন্য অনেক দ্বীপের মতো এই দ্বীপটিও, ২০০৪ ভারত মহাসাগরের ভূমিকম্প দ্বারা সৃষ্ট সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আন্দামান এবং নিকোবরের পুলিশ মহাপরিদর্শক এস.বি. দেওলের প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, এই মণ্ডলীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দ্বীপগুলির মধ্যে নানকৌড়ি দ্বীপপুঞ্জটি ছিল, হাজার হাজার লোক নিখোঁজ হয়ে গেছিল এবং অনুমান করা হয়েছে তারা মৃত।[৭] সুনামির পরের উপগ্রহ থেকে প্রাপ্ত আলোকচিত্র,[৮] এবং সরকারের পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী নানকৌড়ি দ্বীপের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে, কাৎচল ও কামোর্তা সংলগ্ন দ্বীপগুলি আরও মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ১৮ই জানুয়ারি, ২০০৫ পর্যন্ত, সরকারি প্রতিবেদন অনুযায়ী নানকৌড়ি দ্বীপ থেকে মাত্র ১ জন মারা গেছে এবং ৩ জন নিখোঁজ হয়েছে, কিন্তু কামোর্টা থেকে ৫১ জন মারা গেছে এবং ৩৮৭ জন নিখোঁজ রয়েছে ও কাৎচল থেকে ৪৩১০ জন নিখোঁজ রয়েছে।[৯]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে নানকৌড়ি দ্বীপে ১০১৯ জন লোক বাস করছে।[১০]

ভূগোল সম্পাদনা

নানকৌড়ি দ্বীপটি ৪৭ বর্গকিমি অঞ্চল নিয়ে বিস্তৃত, এবং নিকোবর দ্বীপের উত্তরতম প্রান্তে অবস্থিত কার নিকোবরের ১৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থিত। অন্য নিকোবরীয় দ্বীপপুঞ্জের মতো নানকৌড়িও ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের অধীনে। এটি নিকোবর এবং আন্দামান আদিবাসী সংরক্ষণ অঞ্চলেরও একটি অংশ, যার জন্য বিনা অনুমতিতে দ্বীপে নাগরিকদের ভ্রমণ বা ব্যবসা পরিচালনা করা নিষিদ্ধ। এর উদ্দেশ্য সেখানে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা।[১১]

প্রশাসন সম্পাদনা

দ্বীপটি নানকৌড়ি তহশিলের নানকৌড়ির জনপদের অন্তর্গত।[১২]

ছবির গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Islandwise Area and Population – 2011 Census" (পিডিএফ)। Government of Andaman। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 
  2. Registration Plate Numbers added to ISO Code
  3. Temple, Richard Carnac (১৯১১)। "Nicobar Islands"। চিসাম, হিউ। ব্রিটিশ বিশ্বকোষ19 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 661। 
  4. Saini, Ajay (৭ জানুয়ারি ২০১৮)। "The pirates of Nicobar"The Hindu। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৮ 
  5. "Archived copy"। ২০০৪-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৪-১২-৩১ 
  6. [১]
  7. "Archived copy"। ২০০৭-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৪-১২-৩০ 
  8. [২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Archived copy"। ২০০৫-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-০১-২৬ 
  10. "Archived copy"। ২০০৪-১২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৪-১২-৩০ 
  11. "Archived copy"। ২০০৫-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৪-১২-৩০ 
  12. "Tehsils" (পিডিএফ)। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 

টেমপ্লেট:Nicobar district