নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রিকালীন নেটওয়ার্কের সীমিত বা সংকলিত ধারাবাহিকের কোন মৌসুমের বা টিভি চলচ্চিত্রের সেরা প্রধান অভিনেত্রীর অসামান্য অভিনয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। শুরুর দিকে পার্শ্ব অভিনয়ের বিভাগগুলো নির্দিষ্ট ধারা বা লিঙ্গ অনুযায়ী ভিন্ন ছিল না। ২২তম প্রাইমটাইম এমি পুরস্কার থেকে নাট্যধর্মী ধারাবাহিকের পার্শ্ব অভিনেতারা এককভাবে প্রতিযোগিতা করছেন। যাই হোক, হাস্যরসাত্মক অভিনয়ে প্রায়ই মিনি ধারাবাহিক, টেলিভিশন চলচ্চিত্র, এবং অতিথি অভিনয়শিল্পীরাও প্রধান অভিনয়শিল্পী প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৫৪
বর্তমানে আধৃতটোবিয়াস মেনজিস,
দ্য ক্রাউন (২০২১)
ওয়েবসাইটemmys.com

প্রতিষ্ঠার পর থেকে ৪৬ জন অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। পিটার ডিংকলেজ এই বিভাগে সর্বাধিক চারটি পুরস্কার অর্জন করেছেন এবং সর্বাধিক আটটি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী টোবিয়াস মেনজিস দ্য ক্রাউন টিভি ধারাবাহিকে প্রিন্স ফিলিপ চরিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনয়ন

সম্পাদনা

২০২০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা ভূমিকা কার্যক্রম পর্ব জমা অন্তর্জাল
২০২০



</br> (Nd২ তম)



</br> [১]
বিলি ক্রুডাপ কোরি এলিসন দ্য মর্নিং শো "কেওস ইজ দ্য নিউ কোকেইন" অ্যাপল টিভি+
নিকোলাস ব্রাউন গ্রেগ হার্স সাকসেশন "দিস ইজ নট ফর টিয়ার্স" এইচবিও
কিরান কুলকিন রোমান রায় " টার্ন হ্যাভেন "
মার্ক ডুপ্লাস চার্লস "চিপ" কালো দ্য মর্নিং শো "দি ইন্টারভিউ" অ্যাপল টিভি+
জানকার্লো এসপোসিতো গাস ফ্রিং বেটার কল সল "জেএমএম " এএমসি
ম্যাথু ম্যাকফ্যাডিয়েন টম ওয়েম্বসগ্যানস সাকসেশন "দিস ইজ নট ফর টিয়ার্স" এইচবিও
ব্র্যাডলি হুইটফোর্ড কমান্ডার জোসেফ লরেন্স দ্য হ্যান্ডমেইড্‌স টেল "স্যাক্রিফাইস" হুলু
জেফ্রি রাইট বার্নার্ড লো ওয়েস্টওয়ার্ল্ড "ক্রাইসিস থিওরি" এইচবিও
২০২১
(৭৩তম)

[২]

টোবিয়াস মেনজিস প্রিন্স ফিলিপ দ্য ক্রাউন " গোল্ড স্টিক " নেটফ্লিক্স
জানকার্লো এসপোসিতো মফ গিডিয়ন দ্য ম্যান্ডালোরিয়ান "চ্যাপ্টার: দ্য রেসকিউ " ডিজনি+
ও. টি. ফ্যাগবেনলে লুক ব্যাঙ্কোল দ্য হ্যান্ডমেইড্‌স টেল "হোম" হুলু
জন লিথগো ইবি জোনাথন পেরি মেসন "চ্যাপ্টার ৪" এইচবিও
ম্যাক্স মিংহেলা কমান্ডার নিক ব্লেইন দ্য হ্যান্ডমেইড্‌স টেল "দ্য ক্রসিং" হুলু
ক্রিস সুলিভান টবি ড্যামন দিস ইজ আস "ইন দ্য রুম" এনবিসি
ব্র্যাডলি হুইটফোর্ড কমান্ডার জোসেফ লরেন্স দ্য হ্যান্ডমেইড্‌স টেল "টেস্টিমনি" হুলু
মাইকেল কে উইলিয়ামস (মরণোত্তর) মন্ট্রোজ ফ্রিম্যান লাভক্রাফট কান্ট্রি "রিওয়াইন্ড ১৯২১" এইচবিও

একাধিকবার জয়ী অনুষ্ঠান

সম্পাদনা

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান

সম্পাদনা

একাধিকবার বিজয়ী অভিনেতা

সম্পাদনা

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেতা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

 

  1. জোনাথন ব্যাঙ্কস এই বিভাগে তিনটি ভিন্ন অনুষ্ঠানের প্রধান অভিনয়শিল্পীদলের সদস্য হিসেবে মনোনয়ন প্রাপ্ত মাত্র দুজন অভিনেতার প্রথম জন, দুটি অনুষ্ঠানে তিনি একই চরিত্রে অভিনয় করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা

 

  1. "72nd Emmy Awards Nominees and Winners"Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২০ 
  2. "72nd Emmy Awards Nominees and Winners"Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০২১ 


উদ্ধৃতি ত্রুটি: "note" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="note"/> ট্যাগ পাওয়া যায়নি