নাওকি সুতো

জাপানি ফুটবলার

নাওকি সুতো (জাপানি: 須藤 直輝, ইংরেজি: Naoki Suto; জন্ম: ১ অক্টোবর ২০০২) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর জে২ লিগের ক্লাব সভাইগেন কানাজাওয়ার হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

নাওকি সুতো
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-10-01) ১ অক্টোবর ২০০২ (বয়স ২১)
জন্ম স্থান সাইতামা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৬৯ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সভাইগেন কানাজাওয়া
জার্সি নম্বর ২৬
যুব পর্যায়
সেরেব্রো
ওমিয়া আর্দিয়া
0000–২০২০ শোহে হাই স্কুল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২১– কাশিমা অ্যান্টলার্স (০)
২০২২–সভাইগেন কানাজাওয়া (ধার) (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৫৮, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

নাওকি সুতো ২০০২ সালের ১লা অক্টোবর তারিখে জাপানের সাইতামা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Japan - Ishikawa FC Zweigen Kanazawa - Results, fixtures, squad, statistics, photos, videos and news"Soccerway। ২০১২-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা