নাইট অ্যাট দ্য মিউজিয়াম

চলচিত্র

নাইট অ্যাট দ্য মিউজিয়াম (অনু. রাত্রিবেলায় জাদুঘরে) (ইংরেজি: Night at the Museum) হল একটি কাল্পনিক-কৌতুকপ্রদ ত্রয়ী চলচ্চিত্র। যা শুরু হয় ২০০৬ সালে এবং শেষ হয় ২০১৪ সালে। তিনটি চলচ্চিত্রই মিলান ট্রেঙ্ক রচিত শিশুতোষ বই দ্য নাইট অ্যাট দ্য মিউজিয়াম-এর উপর ভিত্তি করে বানানো। এগুলো পরিচালনা করেছেন শন লেভি লিখেছেন রবার্ট বকন গারান্ট এবং থমাস লেনন। এর মূল চরিত্র-মিউজিয়ামের নৈশপ্রহরী ল্যারি চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার

নাইট অ্যাট দ্য মিউজিয়াম
Night at the Museum
পরিচালকশন লেভি
প্রযোজক
  • শন লেভি
  • ক্রিস কলম্বাস
  • মাইকেল বার্নাথন
চিত্রনাট্যকার
  • টমাস লেনন
  • রবার্ট বেন গ্যারেন্ট
উৎসমিলান ট্রেঙ্ক কর্তৃক 
দ্য নাইট অ্যাট দ্য মিউজিয়াম
শ্রেষ্ঠাংশে
সুরকারঅ্যালান সিলভেস্ট্রি
চিত্রগ্রাহকগিয়েরমো নাভারো
সম্পাদকডন জিমারম্যান
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স[১]
মুক্তি
  • ১৭ ডিসেম্বর ২০০৬ (2006-12-17) (নিউ ইয়র্ক সিটি)
  • ২২ ডিসেম্বর ২০০৬ (2006-12-22) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১০৪ মিনিট[১]
দেশ
  • যুক্তরাজ্য[১]
  • মার্কিন যুক্তরাষ্ট্র[১]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১১০ মিলিয়ন[২]
আয়$৫৭৪.৫ মিলিয়ন[৩]

কুশীলব সম্পাদনা

  • বেন স্টিলার - লরেন্স "ল্যারি" ডেলি
  • কার্লা গুগিনো - রেবেকা হাটম্যান
  • ডিক ভ্যান ডাইক - সেসিল ফ্রেডরিকস
  • মিকি রুনি - গুস
  • বিল কবস - রেজিনাল্ড
  • জেক চেরি - নিকোলাস "নিক" ডেলি, ল্যারি'র পুত্র
  • রিকি জারভাইস - ডক্টর ম্যাকফি
  • কির রেভার - এরিকা ডেলি, ল্যারি'র সাবেক স্ত্রী ও নিকের মা
  • চার্লি মার্ফি - ট্যাক্সি চালক
  • পল রুড - ডন, এরিকার বাগদত্তা
  • অ্যান মেয়ারা - ডেবি
  • রবিন উইলিয়ামস - থিওডোর রুজভেল্টের মোমের প্রতিমূর্তি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Night at the Museum (2006)"এএফআই। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 
  2. "Night at the Museum (2006) - Financial Information"দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 
  3. "Night at the Museum (2006)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা