নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ

নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ' ১৯৯৬ সালের ০১ জুলাই তারিখে প্রতিষ্ঠত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাঠদান প্রতিষ্ঠান। কলেজটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পূর্বপাশে নলতার মোবারকনগরে অবস্থিত।[][][]

নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ
সাতক্ষীরা সরকারী কলেজের প্রবেশদ্বার
নীতিবাক্যশিক্ষাই আলো
স্থাপিত১ জুলাই, ১৯৯৬
অধ্যক্ষপ্রফেসর তোফায়েল আহমেদ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৪
শিক্ষার্থী১০০০ (প্রায়)
স্নাতকভূগোল ও পরিবেশ , বাংলা
ঠিকানা
নলতা মোবারক নগর, কালীগঞ্জ, সাতক্ষীরা
,
২২°৩০′৫২″ উত্তর ৮৯°০১′০৪″ পূর্ব / ২২.৫১৪৪৮১° উত্তর ৮৯.০১৭৬৭৪° পূর্ব / 22.514481; 89.017674
ওয়েবসাইটwww.naltaamrcollege.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

খান বাহাদুর আহ‌্ছানউল্লার প্রতিষ্ঠিত নলতা সেন্ট্রাল আহসানিয়া মিশনের উদ্যোগে উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৯৬ সালে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সাথে কলেজ শাখা সংযোগ করে নলতা স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠা করা হয়। ২০০০ সালে কলেজটি বাংলাদেশ সরকারের 'মান্থলি পেমেন্ট ওর্ডার'(এমপিও) ভুক্তি লাভ করে।[][] কলেজটি স্নাতক/স্নাতক সম্মান পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে ২০০২ সালে কলেজ শাখাকে পৃথককরণের মাধ্যমে পূর্নাঙ্গ কলেজে রূপান্তর করে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ নামকরণ করা হয়। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ হতে এই কলেজে স্নাতক পর্যায়ে পাঠদান কার্যক্রম শুরু হয়।

অবকাঠামো

সম্পাদনা

কলেজটিতে ১টি আধা-পাকা ও ২টি পাকা ভবনসহ সুবিশাল খেলার মাঠ আছে।[]

  • এইচএসসি কোর্স:
  1. বিজ্ঞান
  2. ব্যবসায় শিক্ষা
  3. মানবিক
  • ডিগ্রি (পাস) কোর্স:
  1. বি.এ বিভাগ (পাস)
  2. বি এস এস বিভাগ (পাস)
  3. বি. বি. এস. বিভাগ (পাস)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nalta AMR College – Ahsan Tech Computer's LTD." (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Nalta Ahshnia Mission Residential College"Sohopathi | সহপাঠী (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০১। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  3. "Literary Conference and Book Fair in Satkhira"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  4. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮