নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য
(নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে পুনর্নির্দেশিত)
নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৮২ সালে একটি পুরনো আমবাগানকে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এর মোট আয়তন তখন ছিল ১০ হেক্টর। স্থানটি সোনারপুরের কাছে গড়িয়া ক্যানিং রোডের পাশে অবস্থিত। কলকাতার খুব নিকটে এই অভয়ারণ্যটি বিভিন্ন প্রকার পাখির কলকাকলিতে মুখরিত। এখানে যেসব পাখি দেখা যায় সেগুলো হচ্ছে কালামাথা বেনেবৌ, তিলা মুনিয়া, টুনটুনি, সাতভাই ছাতারে প্রভৃতি।[১]
নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
অবস্থান | দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | নরেন্দ্রপুর |
স্থানাঙ্ক | ২২°২৫′৪৬″ উত্তর ৮৮°২৪′০৩″ পূর্ব / ২২.৪২৯৫° উত্তর ৮৮.৪০০৭° পূর্ব |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১২৬।