নরসিংহপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[১] ১৩০৫ খ্রিস্টাব্দে রাজ্যটি প্রতিষ্ঠিত হয় এবং নরসিংহপুর শহরে রাজধানী স্থাপন করা হয়৷ রাজ্যটির শেষ শাসক ১৯৪৮ খ্রিস্টিব্দে ভারতীয় অধিরাজ্যে যোগদানের সিদ্ধান্ত নিলে এটি ওড়িশা প্রদেশের কটক জেলার অন্তর্ভুক্ত করা হয়৷[২]

নরসিংহপুর রাজ্য
ନରସିଂହପୁର
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১২৯২–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত নরসিংহপুর রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
৫১৫ বর্গকিলোমিটার (১৯৯ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৩৯,৬১৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১২৯২
১৯৪৮
উত্তরসূরী
ভারত

রাজ্যটির উত্তর দিকে রয়েছে জঙ্গলাবৃত পর্বতসঙ্কুল অঞ্চল যা হিন্দোল রাজ্যে এবং অনুগুল জেলার সীমানা নির্দেশ করে৷ পূর্ব দিকে রয়েছে বড়ম্বা রাজ্য এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমদিকে বয়ে গেছে মহানদী নদী৷ [৩]

ইতিহাস সম্পাদনা

জনশ্রুতি অনুসারে ১২৯২ খ্রিস্টাব্দ নাগাদ নরসিংহপুর রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিলো৷ ঐ সময়ে ধর্মসিংহ নামে এক রাজপুত যোদ্ধা স্থানীয় খোন্দ সম্প্রদায়ের দুই প্রধান নরসিংহ এর পোরো-কে পরাস্ত করে রাজ সিংহাসনে বসেন৷[৩]

শাসকবর্গ সম্পাদনা

নরসিংহপুর রাজ্যের শাসকগণ রাজা উপাধিতে ভূষিত হতেন৷ [৪]

  • ১৬৭১ – ১৭০১ মন্দারধর হরিচরণ মহাপাত্র
  • ১৭০১ – ১৭২৩ কোচালি হরিচরণ মহাপাত্র
  • ১৭২৩ – ১৭৬৫ বিশ্বম্ভর হরিচরণ মহাপাত্র
  • ১৭৬৫ – ১৭৭৫ কৃষ্ণচন্দ্র হরিচরণ মহাপাত্র
  • ১৭৭৫ – ১৭৯৮ নিমাইচরণ হরিচরণ মহাপাত্র
  • ১৭৯৮ – ১৮২৬ জগন্নাথ হরিচরণ মহাপাত্র
  • ১৮২৬ – ১৮৫৯ সোমনাথ হরিচরণ মহাপাত্র
  • ১৮৫৯ – ১৮৮৪ ব্রজসুন্দর হরিচরণ মহাপাত্র
  • ৪ ডিসেম্বর ১৮৮৪ – ১৮ জুলাই ১৯১২ সাধুচরণ মানসিংহ হরিচরণ মহাপাত্র
  • ১৮ জুলাই ১৯১২ – ৫ জুলাই ১৯২১ রামচন্দ্র মানসিংহ হরিচরণ মহাপাত্র
  • ৫ জুলাই ১৯২১ – ১৫ আগস্ট ১৯৪৭ অনন্তনারায়ণ মানসিংহ হরিচরণ মহাপাত্র
  • শেষ রাজা ও রাজা অনন্তনারায়ণ মানসিংহ হরিচরণ মহাপাত্রের পুত্র ত্রিলোচন মানসিংহ হরিচরণ মহাপাত্র স্বাধীন ভারতে নবগঠিত বড়ম্বা-নরসিংহপুর লোকসভার সংসদ সদস্য ছিলেন৷

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer2 of India, Volume 22, page 83 – Imperial Gazetteer of India – Digital South Asia Library। Dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১২ 
  2. Narsinghpur Princely State[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Imperial Gazetteer of India18। ১৯০৮। পৃষ্ঠা 385। 
  4. Princely States of India K-W