অনুগুল জেলা

ওড়িশার একটি জেলা

অনুগুল জেলা; (ওড়িয়া: ଅନୁଗୋଳ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. অনুগোল জিল্লা) ভারতের ওড়িশা রাজ্যের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার সদর দপ্তর জেলার অনুগুল শহরে অবস্থিত।[]

অনুগুল জেলা
ଅନୁଗୋଳ ଜିଲ୍ଲା
জেলা
অনুগুল জেলার অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
অনুগুল জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২০°৪৯′৫৯″ উত্তর ৮৫°০৬′০০″ পূর্ব / ২০.৮৩৩° উত্তর ৮৫.১° পূর্ব / 20.833; 85.1
দেশ ভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
প্রতিষ্ঠিত১ এপ্রিল, ১৯৯৩
সদর দপ্তরঅনুগুল
সরকার
 • কালেক্টরশ্রী অনিল কুমার সমল
আয়তন
 • মোট৬,৩৭৫ বর্গকিমি (২,৪৬১ বর্গমাইল)
উচ্চতা৮৭৫.৫ মিটার (২,৮৭২.৪ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৭৩,৮২১[]
 • জনঘনত্ব১৯৯/বর্গকিমি (৫২০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকওড়িয়া
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
ডাক সূচক সংখ্যা৭৫৯১০০-৭৫৯xxx
টেলিফোন কোড০৬৭৬৪
যানবাহন নিবন্ধনঅনুগুল ও.ডি.-১৯, তালচের ও.ডি.-৩৫
নিকট শহরসমূহকটক, ভুবনেশ্বর, সম্বলপুর
লিঙ্গ অনুপাত০.৯৪২ /
সাক্ষরতার হার৭৮.৯৬%
বিধানসভা নির্বাচনকেন্দ্র
জলবায়ুএ.ডব্লিউ. (কোপেন)
পরিচলন বৃষ্টি১,৪২১ মিলিমিটার (৫৫.৯ ইঞ্চি)
গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা৪৭ °সে (১১৭ °ফা)
শীতকালনীন গড় তাপমাত্রা১০ °সে (৫০ °ফা)
ওয়েবসাইটwww.angul.nic.in
সাধারণ তথ্য
মহকুমা:
ব্লক:
পৌরসভা:
এন.এ.সি.:
তেহসিল:
বনাঞ্চল: ২,৭১৬.৮২ কিমি²
গ্রাম: ১,৯২২
গ্রাম পঞ্চায়েত: ১৮০
টাউন:

অনুগুল জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী অনুগুল জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৯৫.৫০%)
  হো (১.৪১%)
  হিন্দী (১.২০%)
  সাঁওতালি (০.৫১%)
  অন্যান্য (১.৩৮%)

অনুগুল জেলার আঠমল্লিক মহকুমাতে বসবাসকারী সিংহভাগ লোক সম্বলপুরি/কোশলি ভাষায় সাবলীল৷

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

অনুগুল জেলায় ৪টি মহকুমা রয়েছে- অনুগুল, তালচের, আঠমল্লিক এবং পাল লহড়া। ৮টি ব্লক- যথাক্রমে অনুগুল সদর, আঠমল্লিক সদর, ছেন্ডিপদা, তালচের সদর, পাল লহড়া সদর, বানারপল, কিশোরনগর ও কনিহা।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • দেউলঝরি
  • অনন্তশয়ন, ভীমকুন্ড
  • বুড়িঠাকুরানি মন্দির
  • সিদ্ধেশ্বর মন্দির, আঠমল্লিক
  • বিনিকেই
  • হিঙ্গুলা মন্দির
  • লোভী ঠাকুরানি
  • তালচের রাজপ্রাসাদ
  • জগন্নাথ মন্দির, অনুগুল
  • টিকরপড়া
  • খুলুডি জলপ্রপাত ইত্যাদি[]

তথ্যসূত্র

সম্পাদনা