নভেম্বর ২০০৫ বাংলাদেশে আদালতে বোমা হামলা

২০০৫ নভেম্বর বাংলাদেশের আদালতে বোমা হামলা ছিল ২৯ নভেম্বর ২০০৫-এ জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের চট্টগ্রাম এবং গাজীপুরের আদালতে একযোগে আত্মঘাতী বোমা হামলা যাতে ৮ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়।[১][২]

নভেম্বর ২০০৫ বাংলাদেশে আদালতে বোমা হামলা
স্থানগাজীপুর চট্টগ্রাম, বাংলাদেশ
তারিখ২৯ নভেম্বর ২০০৫ (ইউটিসি +৬.০০)
লক্ষ্যবাংলাদেশ আদালত
হামলার ধরনগণহত্যা,বোমা হামলা,আত্মঘাতী হামলা, সন্ত্রাসবাদ
নিহত
আহত১০০
হামলাকারী দলজামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ

আক্রমণ সম্পাদনা

জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ আইন বাতিল করে শরিয়া আইনের সাথে প্রতিস্থাপনের আহ্বান জানিয়েছিল। তারা ২০০৫ সালে বিচার বিভাগকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায়। ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর কোর্ট হাউস কমপ্লেক্সের হল বিল্ডিং-২ এর নিচতলায় গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালায়। বিস্ফোরণে ৮ জন নিহত হয়, যাদের মধ্যে ৩ জন আইনজীবী এবং ৫০ জন আইনজীবী আহত হন।[৩] বোমা হামলাকারী আইনজীবীদের পোশাক পরে ছদ্মবেশে প্রবেশ করেছিল।[৪] একই দিন এবং একই সময়ে চট্টগ্রামের আদালতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হলেও বোমা হামলাকারী বেঁচে যায়। বিস্ফোরণে ১৩ পুলিশ কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছেন।[৫][৬]

বিচার সম্পাদনা

২৪ এপ্রিল ২০১১ গাজীপুর আদালতে বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে গাজীপুরের একটি আদালত অভিযোগ গঠন করা হয়।[৭] ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ গাজীপুর আদালতে বোমা হামলার ঘটনায় ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ২৮ জুলাই ২০১৬-এ বাংলাদেশ হাইকোর্ট ৬ আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে, ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেছে এবং সমস্ত অভিযোগের মধ্যে দুটি সাফ করেছে।[৩]

প্রতিক্রিয়া সম্পাদনা

নিরাপত্তা হালনাগাদ করার দাবিতে বোমা হামলার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ধর্মঘট ডেকেছে।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "97 held over Bangladesh bombings"CNN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 
  2. "10 JMB men to die for 2005 Gazipur court attack"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 
  3. "Death for 6 JMB militants stays"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 
  4. "Ten Bangladesh militants are condemned to death"BBC News। ২০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 
  5. "Nine die in Bangladesh bombings"BBC News। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 
  6. Montero, David; Sengupta, Somini (২০০৫-১২-০২)। "Bangladesh Blast Kills One and Hurts 30"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২ 
  7. "High Court verdict on death references, appeals of 2005 Gazipur Bar bombing convicts July 28 -bdnews24.com"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 
  8. "Fresh bombing in Bangladesh town"BBC News। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭